Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / ১২ কোটি টাকা ব্যয়ে মানিকগঞ্জে হতে যাচ্ছে শেখ রাসেল মিনি স্টেডিয়াম - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

১২ কোটি টাকা ব্যয়ে মানিকগঞ্জে হতে যাচ্ছে শেখ রাসেল মিনি স্টেডিয়াম

July 17, 2022 06:09:16 AM  
১২ কোটি টাকা ব্যয়ে মানিকগঞ্জে হতে যাচ্ছে শেখ রাসেল মিনি স্টেডিয়াম

ভ্রাম্যমাণ সংবাদদাতা:
মানিকগঞ্জের ঘিওর ও দৌলতপুর এ দুই থানা এলাকার মধ্যবর্তী নিলুয়া বিলের কাছে ১২ কোটি টাকা ব্যয়ে শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মিত হতে যাচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশ জাতীয় সংসদের মানিকগঞ্জ-১ আসনের এমপি এ.এম নাঈমুর রহমান দূর্জয়।

গত শুক্রবার মানিকগঞ্জের ঘিওরে পয়লা ইউনিয়নের তেরশ্রী হাইস্কুল মাঠে মরহুম ডাঃ জসীম উদ্দিন স্মৃতি নক-আউট ফুটবল টুর্ণামেন্টে-২০২২ অনুষ্ঠিত হয়। উক্ত নক-আউট ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠানে পুরস্কার বিতরণের আগে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এ বছর মানুষের চিত্ত বিনোদন আর সাংস্কৃতিক অঙ্গণের অংশ হিসেবে এলাকার গুণি ব্যক্তি মরহুম ডাঃ সমীম উদ্দিনের স্মৃতি চারণে আয়োজন করে এই ফুটবল খেলা। ইতিহাসের রেকর্ড করা উপচে পড়া মানুষের ঢল ছিল তেরশ্রী মাঠ সহ আশপাশের এলাকায়। মাঠে তিল রাখার জায়গা খুজে পাওয়া না গেলেও নবনির্মিত ভবনের ছাদ, বাসা বাড়ির ছাদ, আর গাছে উঠেই খেলা উপভোগ করার স্বাদ মিটিয়েছে মানুষ। ইউনিয়ন পর্যায়ের এই খেলার মাঠে খেলাপ্রেমী মানুষদের ভিড় লক্ষ্য করার মতো ছিল। ঢাকাসহ আশপাশের জেলা উপজেলার লোকজনও খেলা দেখতে এসেছিল মাঠে।

ঈদে অনেকেই কর্মস্থলে ফিরেনি। এদিক-সেদিক ঘোরা-ঘুরিতে ব্যস্ত সময় কাটাচ্ছেন পরিবারকে নিয়ে। আবার অনেকে দূরে ঈদ কাটিয়েছেন পরিবারকে রেখেই। সবমিলিয়ে ঈদের পরে সকাল বিকাল ঘুরাঘুরির মধ্য দিয়ে একটু স্বস্তির নিশ্বাস ফেলতে দেখা গেছে রাস্তা বা খাল বিলের পাশে।

ঢাকা জে.পি গ্লোবাল ট্রেডের পৃষ্ঠপোষকতায় ঘিওর তেরশ্রী স্পোর্টিং ক্লাব এ খেলার আয়োজন করে। ১নং পয়লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোঃ হারুন-উর-রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ-১ আসনের এমপি এ.এম নাঈমুর রহমান দূর্জয়।

এ সময় মঞ্চে আরো উপবিষ্ট ছিলেন, মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এ.এম তায়েবুর রহমান টিপু, জেলা আ’লীগের আরেক সাংগঠনিক সম্পাদক ও জেলা ক্রীড়া পরিষদের সাধারণ সম্পাদক সুদেব সাহা, জেলা আ’লীগের প্রচার সম্পাদক হাবিবুর রহমান, ঘিওর উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আব্দুল আলিম মিন্টু, ঘিওর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ, জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক মাহমুদ আব্বাস আকাশ, এমপি দূর্জয়ের বড় ছেলে এ.এম ফারহান রহান দাইয়ান, পয়লা ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক সামিউল প্রধান, ঘিওর উপজেলা যুবলীগের সভাপতি বাবুল বেপারী ও সাধারণ সম্পাদক মোঃ শরীফুল ইসলাম শরীফ প্রমুখ। এ সময় ঘিওর উপজেলা আ’লীগের আব্দুল আলীম লেবু, পলাশ, এ্যাডভোকেট রুবেল ও আরো অনেকে উপস্থিত ছিলেন। এছাড়াও মুক্তিযোদ্ধা, সাংবাদিক, পুলিশ ও রাজনৈতিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। গোল শুণ্য এ খেলার ট্রাইব্রেকারে সাভার নাবিল ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হয়। ঢাকা জে.পি রাডিার্স একাদশ রানারর্স আপ দলকে রানার্স আপ ট্রফি ও ৫০,০০০ (পঞ্চাশ হাজার ) টাকা এবং সাভার নাবিল একাদমকে চ্যাম্পিয়ন ট্রফি ও ১,০০,০০০ ( এক লাখ) টাকা করে পুরস্কার দেওয়া হয়।