Date: April 30, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / বরিশাল / ১৭ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

১৭ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

February 09, 2023 07:36:32 PM   দেশজুড়ে ডেস্ক
১৭ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

বাউফল প্রতিনিধি, পটুয়াখালী:
যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত আসামি মাসুম বিল্লাহ ১৭ বছর পলাতক থাকার পর অবশেষে গ্রেফতার হয়েছে। গত সোমবার দিবাগত রাত ১২টার দিকে তাকে ঢাকার সায়দাবাদ এলাকা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামি মাসুম বিল্লাহ (৪৫), বাউফল উপজেলার সূর্যমনি ইউনিয়নের গোয়ালিবাগা (সানেস্বর) গ্রামের বাসিন্দা মো. আঃ রশিদের ছেলে।

বাউফল থানা পুলিশ জানায়, কোটালিপাড়া থানার নারী শিশু নির্যাতন দমন আইনে মামলার যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত আসামি ছিল মাসুম বিল্লাহ। যা ২০০৬ সালে গোপালগঞ্জ অতিরিক্ত দায়রাজজ বিচারক রায় দেন। তারপর থেকেই দীর্ঘ ১৭ বছর পলাতক ছিলেন তিনি।

এদিকে গোপন তথ্যের ভিত্তিতে বাউফল থানা পুলিশ ও র‌্যাব-৩ এর অভিযানে ঢাকার সায়দাবাদ এলাকা থেকে সোমবার রাতে তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।