Date: April 30, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / খুলনা / ১৮ দিনেও পরিচয় মেলেনি পদ্মায় ভেসে আসা লাশের - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

১৮ দিনেও পরিচয় মেলেনি পদ্মায় ভেসে আসা লাশের

December 04, 2024 07:03:09 PM   উপজেলা প্রতিনিধি
১৮ দিনেও পরিচয় মেলেনি পদ্মায় ভেসে আসা লাশের

ভেড়ামারা প্রতিনিধি:
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মরিচা ইউনিয়নের কোলদিয়ার গ্রামের পদ্মা নদীর পাড়ে পাওয়া একটি অজ্ঞাতনামা যুবকের লাশের ১৮ দিন পেরিয়ে গেলেও এখনও তার পরিচয় জানা সম্ভব হয়নি। অজ্ঞাত ওই যুবকের বয়স আনুমানিক ৩০ থেকে ৩৫ বছর বলে ধারণা করছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১৬ নভেম্বর সকাল সাড়ে ৯টা ৩০ মিনিটে একটি মোবাইল ফোনের মাধ্যমে দৌলতপুর থানায় খবর আসে যে মরিচা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের কোলদিয়ার গ্রামে মজনু মিয়ার ইটভাটার পাশে পদ্মা নদীর তীরে একটি লাশ পড়ে আছে। খবর পেয়ে পাবনার ঈশ্বরদী লক্ষীকুণ্ডা নৌ পুলিশ ফাঁড়ির এসআই মোঃ শাহ সেকান্দার আলী সঙ্গীয় এএসআই মনসুর আহমেদ ও মোঃ নাজিম উদ্দিনসহ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করেন।

উদ্ধারের সময় লাশটি পচনধরা অবস্থায় ছিল। হাড় ও খুলির অংশ বের হয়ে যাওয়ায় লাশের মুখমণ্ডল শনাক্ত করা সম্ভব হয়নি। শরীরের নিচের অংশ থেকে মাজা পর্যন্ত সম্পূর্ণ হাড় বের হয়ে গিয়েছিল, এবং পরনে কোনো কাপড় ছিল না। লাশের পরিচয় নিশ্চিত করার মতো কোনো শনাক্তকরণ চিহ্ন পাওয়া যায়নি।

ঘটনাস্থলে উপস্থিত স্থানীয় ইউপি সদস্য, গ্রাম পুলিশ ও দৌলতপুর থানার পুলিশের সহায়তায় লাশটির সুরতহাল রিপোর্ট প্রস্তুত করেন এসআই শাহ সেকান্দার আলী। সুরতহালে লাশের বিস্তারিত বিবরণ উল্লেখ করা হয় এবং সাক্ষীদের স্বাক্ষর গ্রহণ করা হয়। এ ঘটনায় দৌলতপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং-২৯১, তারিখ-১৬/১১/২০২৪) করা হয়। পরে লাশটি ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

পুলিশ ধারণা করছে, লাশটি ২০-২৫ দিন আগে মারা যাওয়া ব্যক্তির। তবে মৃত্যুর কারণ ও পরিস্থিতি সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায়নি।

স্থানীয় বাসিন্দারা বলছেন, লাশটি এতদিন ধরে নদীতে থাকায় এবং পচন ধরার কারণে তার পরিচয় নিশ্চিত করা কঠিন হয়ে পড়েছে। তবে তারা বিষয়টি নিয়ে আতঙ্কিত।

পুলিশ জানিয়েছে, যদি কেউ ওই ব্যক্তির পরিচয় সম্পর্কে কোনো তথ্য জেনে থাকেন, তবে দ্রুত দৌলতপুর থানায় যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে। লাশের পরিচয় শনাক্তে দেরি হওয়ায় এটি একটি রহস্যময় ঘটনার রূপ নিয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুত ঘটনার সুরাহার জন্য কাজ করছে।