Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / চট্টগ্রাম / ২৫ বছর পর লক্ষ্মীপুর মহিলা কলেজে ছাত্রলীগের কমিটি - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

২৫ বছর পর লক্ষ্মীপুর মহিলা কলেজে ছাত্রলীগের কমিটি

May 23, 2023 09:05:22 PM   জেলা প্রতিনিধি
২৫ বছর পর লক্ষ্মীপুর মহিলা কলেজে ছাত্রলীগের কমিটি

লক্ষ্মীপুর প্রতিনিধি
লক্ষ্মীপুর সরকারি মহিলা কলেজে ছাত্রলীগের নতুন আংশিক পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। এতে উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের ছাত্রী নাহিদা আক্তার মিমকে সভাপতি ও প্রথম বর্ষের ছাত্রী তাসমিহা জাহান স্নিগ্ধাকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়েছে। ২৫ বছর পর দ্বিতীয়বারের মতো মহিলা কলেজে ছাত্রলীগের কমিটি ঘোষণা করে রাজনৈতিক অঙ্গণে প্রশংসিত হয়েছে জেলা নেতৃবৃন্দ।

মঙ্গলবার (২৩ মে) দুপুরে নব কমিটির সভাপতি ও সম্পাদক লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নূরউদ্দিন চৌধুরী নয়ন এমপির সঙ্গে ফুলেল শুভেচছা বিনিময় করেন।

এর আগে, সোমবার বিকেলে জেলা ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম রকি ও সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন ভূঁইয়া স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নব গঠিত কমিটির বিষয়টি নিশ্চিত করা হয়।

এছাড়া উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের ছাত্রী আয়েশা সিদ্দিকাকে সহ-সভাপতি ও ইসরাত জাহানকে যুগ্ম-সাধারণ সম্পাদক মনোনীত করা হয়েছে।

দলীয় সূত্র জানায়, এক বছরের জন্য সরকারি মহিলা কলেজ ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়েছে। আগামি ১ মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করে জমা দেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

জেলা ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম রকি বলেন, কলেজটির ইতিহাসে এটি ছাত্রলীগের দ্বিতীয় কমিটি। ২৫ বছর আগে মহিলা কলেজে প্রথম ছাত্রলীগের কমিটি গঠন করা হয়েছিল। ওই কমিটি পূর্ণাঙ্গ ছিলো না। আমরা নতুন কমিটি কিছুদিনের মধ্যেই পূর্ণাঙ্গ করবো।