Date: May 07, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / ৫৪ ঘণ্টা পর বেতন আশ্বাসে অবরোধ তুলে নিলেন গাজীপুরের শ্রমিকরা - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

৫৪ ঘণ্টা পর বেতন আশ্বাসে অবরোধ তুলে নিলেন গাজীপুরের শ্রমিকরা

November 11, 2024 06:23:29 PM   অনলাইন ডেস্ক
৫৪ ঘণ্টা পর বেতন আশ্বাসে অবরোধ তুলে নিলেন গাজীপুরের শ্রমিকরা

গাজীপুরে প্রায় ৫৪ ঘণ্টা পর অবরোধ তুলে নিয়েছেন পোশাক শ্রমিকরা। আগামী রবিবার (১৭ নভেম্বর) মধ্যে বকেয়া বেতন পরিশোধের আশ্বাস পেয়ে শ্রমিকরা এই অবরোধ তুলে নেন।

এর আগে গত শনিবার (৯ নভেম্বর) সকাল ৯টা থেকে টানা অবরোধ ও বিক্ষোভ চালিয়ে যান টিএনজেড গ্রুপের পোশাক কারখানার শ্রমিকরা। সোমবার (১১ নভেম্বর) বেলা পৌনে ৩টার দিকে অবরোধ তুলে নেওয়ায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল পুনরায় শুরু হয়।

গাজীপুর শিল্প পুলিশ-২ এর পুলিশ সুপার সারোয়ার আলম জানান, গাজীপুর সিটি করপোরেশনের মালেকের বাড়ি কলম্বিয়া এলাকায় টিএনজেড গ্রুপের পোশাক শ্রমিকরা কয়েক মাসের বকেয়া বেতন পরিশোধের দাবিতে মহাসড়ক অবরোধ করেন। রবিবারের মধ্যে বকেয়া বেতন পরিশোধের আশ্বাস পেয়ে শ্রমিকরা অবরোধ প্রত্যাহার করেন। বেতন কীভাবে পরিশোধ হবে, সে বিষয়েও আলোচনা চলবে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, টিএনজেড গ্রুপের কয়েক হাজার শ্রমিক দীর্ঘদিন ধরে বকেয়া বেতন আদায়ের দাবিতে আন্দোলন করে আসছিলেন। বারবার আশ্বাসের পরও বেতন না পেয়ে তারা গত শনিবার সকাল থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নেন। এতে মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয় এবং ভোগান্তিতে পড়েন হাজার হাজার মানুষ।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (ট্রাফিক উত্তর) বিমল চন্দ্র বর্মন জানান, অবরোধ প্রত্যাহারের পর মহাসড়কে যান চলাচল শুরু হলেও যানজট পুরোপুরি কাটাতে কিছুটা সময় লাগবে। পুলিশের ট্রাফিক বিভাগ এই যানজট নিরসনে কাজ করছে।

গাজীপুর সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. এরশাদ মিয়া বলেন, শ্রমিকদের সরে যেতে অনুরোধ জানানো হয়। রবিবারের মধ্যে বেতন পরিশোধের আশ্বাসে শ্রমিকরা অবরোধ তুলে নেন।