Date: May 09, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / আন্তর্জাতিক / অধ‍্যাপককে গ্রেফতার ও বরখাস্ত না করায় তীব্র প্রতিবাদ - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

অধ‍্যাপককে গ্রেফতার ও বরখাস্ত না করায় তীব্র প্রতিবাদ

May 08, 2025 09:45:12 PM   অনলাইন ডেস্ক
অধ‍্যাপককে গ্রেফতার ও বরখাস্ত না করায় তীব্র প্রতিবাদ

অভিযুক্ত অধ‍্যাপককে গ্রেফতার ও বরখাস্ত না করায় তীব্র প্রতিবাদ জানালেন আসাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। বুধবার (৭ মে) সকালে বিশ্ববিদ্যালয়ের মূল গেট বন্ধ করে প্রতিবাদ জানান পড়ুয়ারা। গ্রেফতার ও বরখাস্তের দাবিতে স্লোগান দিয়ে বিশ্ববিদ্যালয়ের চত্বর কাঁপিয়ে তুলেন ছাত্রছাত্রীরা।

উল্লেখ্য, আসাম বিশ্ববিদ্যালয়ে জঘন্য ঘটনা সংগঠিত হয়। ছাত্রী যৌন নির্যাতনের অভিযোগ উঠে সহকারী অধ‍্যাপক অজিত কুমার জেনার বিরুদ্ধে।