Date: May 08, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / আন্তর্জাতিক / প্রেমিকের হাত থেকে মেয়েকে বাঁচাতে গিয়ে মায়ের মৃত্যু - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

প্রেমিকের হাত থেকে মেয়েকে বাঁচাতে গিয়ে মায়ের মৃত্যু

May 07, 2025 09:26:52 PM   অনলাইন ডেস্ক
প্রেমিকের হাত থেকে মেয়েকে বাঁচাতে গিয়ে মায়ের মৃত্যু

আসামের গুয়াহাটির খ্রিস্টান পাড়ায় মর্মান্তিক এক হত্যাকাণ্ডে মেয়েকে বাঁচাতে গিয়ে প্রাণ হারিয়েছেন তার মা। গত মঙ্গলবার (৬ মে) রাতে খ্রিস্টান পাড়ায় এই নৃশংস ঘটনা ঘটে।

প্রেমিক বাদল দাস তার প্রেমিকার ঘরে প্রবেশ করে ছুরি নিয়ে আক্রমণ চালায়। মায়ের সামনেই মেয়ের ওপর এলোপাতাড়ি ছুরিকাঘাত করতে থাকে সে। এ সময় মেয়ে সুপার্না দাস চৌধুরীর মা এগিয়ে এসে ছুরি দিয়ে পাল্টা প্রতিরোধের চেষ্টা করেন। এতে ক্ষিপ্ত হয়ে বাদল দাস ডেগার নিয়ে মায়ের ওপর উপর্যুপরি আঘাত হানে।

মেয়েকে বাঁচাতে গিয়ে মায়ের মৃত্যু ঘটে। গুরুতর আহত অবস্থায় মা-মেয়ে এবং হামলাকারী বাদল দাসকে স্থানীয়রা উদ্ধার করে দ্রুত গুয়াহাটি মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সুপার্না দাস চৌধুরী মারা যান।

প্রেমিক বাদল দাস বর্তমানে পুলিশের নজরদারিতে রয়েছে। মৃত সুপার্না দাস চৌধুরী "প্রেরণা গার্লস হোস্টেল" এর স্বত্বাধিকারী ছিলেন। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।