Date: October 25, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / জাতীয় / আজ সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভা - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

আজ সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভা

October 22, 2025 10:53:05 AM   দেশেরপত্র ডেস্ক
আজ সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভা

আজ বুধবার সন্ধ্যা ৬টায় (বাদ মাগরিব) রাজধানীর বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে অনুষ্ঠিত হবে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা। ১৪৪৭ হিজরি সনের জমাদিউল আউয়াল মাসের চাঁদ দেখার লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়েছে।

সভায় সভাপতিত্ব করবেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। দেশের বিভিন্ন জায়গা থেকে পাওয়া চাঁদ দেখার তথ্য যাচাই-বাছাই করে জমাদিউল আউয়াল মাসের শুরু ঘোষণা করা হবে আজকের এই সভায়।

বাংলাদেশের যেকোনো স্থানে আজ চাঁদ দেখা গেলে তা দ্রুত জানাতে অনুরোধ জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন। চাঁদ দেখা গেলে তথ্য পাঠানো যাবে নিচের ফোন নম্বরগুলোতে — ০২-৪১০৫৩২৯৪, ০২-২২৬৬৪০৫১০ এবং ০২-২২৩৩৮৩৩৯৭। এছাড়াও সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক বা উপজেলা নির্বাহী কর্মকর্তাকেও বিষয়টি জানানো যেতে পারে।

সভা শেষে ইসলামিক ফাউন্ডেশন আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেবে, আগামীকাল থেকে জমাদিউল আউয়াল মাস শুরু হবে কি না।