Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / 'আমার নামে থানায় অনেক অভিযোগ, এসব নিয়ে মাথা ঘামাই না': কাউন্সিল প্রার্থী শাহিন মোল্লা - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণ...

'আমার নামে থানায় অনেক অভিযোগ, এসব নিয়ে মাথা ঘামাই না': কাউন্সিল প্রার্থী শাহিন মোল্লা

May 01, 2023 05:49:46 PM   জেলা প্রতিনিধি

আশিকুর রহমান, গাজীপুর সংবাদদাতা:
'আমার নামে থানায় অনেক অভিযোগ, এসব অভিযোগ নিয়ে মাথা ঘামাই না' বললেন কাউন্সিলর প্রার্থী। গাজীপুর সিটি কর্পোরেশনের নির্বাচনে ৩নং ওর্য়াডের কাউন্সিলর পদপ্রার্থী মো. শাহীন মোলস্না এ কথা বলেন। ভাড়াটিয়াকে মারধর ও হত্যার হুমকি প্রদানের অভিযোগে গত বছর ২০২২ সালে কাউন্সিলর প্রার্থী শাহীন মোলস্নার স্ত্রী'র বিরম্নদ্ধে গাজীপুর মহানগরের কাশিমপুর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়। সাজিয়া নুসরাত নামে এক ভুক্তভোগী নারী এ অভিযোগ দায়ের করেন। অভিযোগে শাহীন মোলস্নার স্ত্রী মোসা. শাহানাজ পারভীন, মো. মনির হোসেন ও মো. আতাউর রহমানকে অভিযুক্ত করা হয়। স্ত্রীর বিরম্নদ্ধে অভিযোগের বিষয়টি কাউন্সিলর প্রার্থী শাহীন মোলস্না মিথ্যা ও বানোয়াট বলে দাবী করেন। তিনি বলেন, ' আমার নামে ওতো অনেক অভিযোগ রয়েছে ানায়। তাই বলে ঘটনার সাে কি আমি জড়িত। এসব অভিযোগ নিয়ে আমি মাথা ঘামাই না।' শাহীন মোলস্নার স্ত্রী'র বিরম্নদ্ধে ানায় দায়েরকৃত অভিযোগ সূত্রে জানাযায়, ভুক্তভোগী মোসা. সাজিয়া নুসরাত তার স্বামী ও মেয়েকে নিয়ে শাহীন মোলস্নার বাড়ির ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছিল। ভুক্তভোগী ওই নারীর স্বামীর সাে শাহীন মোলস্নার স্ত্রী তু”ছতা”িছল্য ও মারমুখী আচরণ করে। একপর্যায়ে শাহীন মোলস্নার স্ত্রী শাহানাজ পারভীনের হুকুমে অভিযুক্ত দুই ব্যক্তিসহ অজ্ঞাতনামা আরো ২/৩ জন ব্যক্তি ভুক্তভোগীর ভাড়াকৃত বাসার দরজা ভাংচুরের চেষ্টা এবং মারধর করে। পরে ওই নারীর চিকিৎসার শুনে তার শ্বাশুড়ি ও দেবর ঘটনা¯’লে আসলে শ্বাশুড়িকে গালিগালাজ ও দেবরকে মারধর করে অভিযুক্তরা। এতে তার দেবরের শরীরের বিভিন্ন ¯’ানে ফুলা জখম হয়। পরবর্তীতে অভিযুক্তরা ভুক্তভোগীকে বাসা ছেড়ে দিয়ে অন্যত্র চলে না গেলে হত্যার হুমকি প্রদানসহ নানা ধরনের ভয়ভীতি দেখায়।