Date: May 07, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / আন্তর্জাতিক / কাটিগড়ার গুমড়াবাজার মসজিদের দান বাক্স চুরি, ভিডিও ভাইরাল - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

কাটিগড়ার গুমড়াবাজার মসজিদের দান বাক্স চুরি, ভিডিও ভাইরাল

May 06, 2025 09:38:35 PM   অনলাইন ডেস্ক
কাটিগড়ার গুমড়াবাজার মসজিদের দান বাক্স চুরি, ভিডিও ভাইরাল

ভারতের আসাম রাজ্যের কাছাড় জেলার কাটিগড়ার গুমড়াবাজার মসজিদে চুরি ঘটনা ঘটেছে। মসজিদের দান বাক্স হাতিয়ে নেয় এক চোর। সিসিটিভি ক্যামেরায় বন্দি হওয়া চুরির দৃশ্য এখন সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে গেছে।

ভিডিওতে দেখা যায়, হাফপেন্ট পরা এক যুবক মসজিদে প্রবেশ করে সরাসরি দান বাক্সের কাছে চলে যায় এবং তা নিয়ে দ্রুত বাইরে চলে যায়। এই ঘটনা দেখে মসজিদ পরিচালনা কমিটি চোরকে সনাক্ত করতে জনসাধারণের কাছে সাহায্য চেয়েছে।

এদিকে, এলাকার মানুষ চোরের আতঙ্কে ভুগছেন এবং এই ঘটনার পর নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন।