Date: May 13, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / গাজীপুরে ভণ্ড কবিরাজ ও আ.লীগ নেতা মোজাম্মেল হক গ্রেফতার - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

গাজীপুরে ভণ্ড কবিরাজ ও আ.লীগ নেতা মোজাম্মেল হক গ্রেফতার

May 13, 2025 03:11:00 PM   জেলা প্রতিনিধি
গাজীপুরে ভণ্ড কবিরাজ ও আ.লীগ নেতা মোজাম্মেল হক গ্রেফতার

গাজীপুর মহানগরের সদর থানা এলাকা থেকে কথিত ভণ্ড কবিরাজ ও ১২ নং ওয়ার্ড আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মোজাম্মেল হককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১২ এপ্রিল) সন্ধ্যায় সদর থানার সামনে থেকে তাকে আটক করা হয়।

গ্রেফতারকৃত মোজাম্মেল হক গাজীপুর সিটি কর্পোরেশনের ১২ নং ওয়ার্ড আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক এবং কোনাবাড়ী এলাকার প্রভাবশালী একজন নেতা ছিলেন। একইসাথে তিনি কোনাবাড়ী এলাকার আলোচিত "সাত তলা কবিরাজ বাড়ি"-এর প্রতিষ্ঠাতা ও স্বঘোষিত কবিরাজ।

স্থানীয় সূত্রে জানা গেছে, মোজাম্মেল হক দীর্ঘদিন ধরে ভুয়া চিকিৎসা পদ্ধতির মাধ্যমে সাধারণ মানুষের সাথে প্রতারণা করে আসছিলেন। আওয়ামী লীগ সরকারের সময় গাজীপুরের শীর্ষস্থানীয় নেতাদের সঙ্গে সখ্যতা গড়ে তুলে তিনি সরকারি জমি দখল, অনুমোদনহীন চিকিৎসা কেন্দ্র পরিচালনা এবং নানা অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন।

গাজীপুর মহানগরীর সদর থানার এসআই মোঃ আবুল কাশেম জানান, গ্রেফতারকৃত আওয়ামী লীগ নেতা মোজাম্মেল হককে সদর থানার একটি হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।