Date: May 14, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / খুলনা / শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার রায় ১৭ মে - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার রায় ১৭ মে

May 13, 2025 09:35:59 PM   জেলা প্রতিনিধি
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার রায় ১৭ মে

মাগুরার চাঞ্চল্যকর শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার রায় আগামী ১৭ মে, শনিবার ঘোষণা করা হবে। আজ মঙ্গলবার (১৩ মে) মাগুরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে এই মামলার দ্বিতীয় দিনের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়।

আদালতে বাদীপক্ষের বিএনপি কর্তৃক নিয়োজিত আইনজীবী এবং ট্রাইব্যুনালের পিপি আসামিদের বিরুদ্ধে যুক্তিতর্ক উপস্থাপন করেন। অপরদিকে, আসামিপক্ষের আইনজীবীরাও তাঁদের যুক্তি তুলে ধরেন। উভয়পক্ষের যুক্তিতর্ক শুনানি শেষে বিচারক এম. জাহিদ হাসান মামলার রায়ের জন্য আগামী ১৭ মে তারিখ নির্ধারণ করেন।

রাষ্ট্রপক্ষ আশাবাদী, এই মামলায় প্রধান আসামি হিটু শেখের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড হবে এবং ছেলে রাতুল শেখ, সবজি শেখ এবং স্ত্রী জায়েদার বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হলে তাদের সর্বোচ্চ ৭ বছরের কারাদণ্ড হতে পারে।

প্রসঙ্গত, গত ৬ মার্চ বোনের বাড়ি বেড়াতে গিয়ে বোনের শ্বশুর ও তার পরিবারের হাতে ধর্ষণ ও পাশবিক নির্যাতনের শিকার হয় শিশু আছিয়া। গুরুতর অবস্থায় তাকে ঢাকার সামরিক হাসপাতালে ভর্তি করা হয়, যেখানে ১৩ মার্চ চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় আছিয়ার মা আয়েশা আক্তার ৮ মার্চ মাগুরা সদর থানায় মামলা (নং-১৪) দায়ের করেন।

মামলাটি মোট ১৩ কার্যদিবসে নিষ্পত্তির পথে এবং ২ মাস ৯ দিনের মাথায় এ রায় ঘোষণা হতে যাচ্ছে, যা নিয়ে স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।