Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / জাতীয় / গুজবে কান নয়, সততা ও ন্যায়পরায়ণতার সঙ্গে দায়িত্ব পালন: সেনাপ্রধান - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

গুজবে কান নয়, সততা ও ন্যায়পরায়ণতার সঙ্গে দায়িত্ব পালন: সেনাপ্রধান

August 04, 2024 11:16:23 AM   অনলাইন ডেস্ক
গুজবে কান নয়, সততা ও ন্যায়পরায়ণতার সঙ্গে দায়িত্ব পালন: সেনাপ্রধান

যেকোনো পরিস্থিতিতে জনগণের জানমাল ও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করতে সেনা কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

তিনি গুজব সম্পর্কে সচেতন থেকে `সততা, সত্যনিষ্ঠা ও ন্যায়পরায়ণতার’ সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশও দিয়েছেন।

শনিবার সেনা সদরে নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে 'অফিসার্স অ্যাড্রেস' গ্রহণ করার সময় তিনি এই নির্দেশ দেন বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর-আইএসপিআর সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

এতে বলা হয়, সেনা কর্মকর্তাদের উদ্দেশে দেশের চলমান নিরাপত্তা পরিস্থিতির উপর আলোকপাত করেন এবং সেনাবাহিনীর কার্যক্রম সম্পর্কে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।

তিনি কর্মকর্তাদের বিভিন্ন প্রশ্নের উত্তরও দেন।

সরকারি চাকরিতে কোটা আন্দোলন ১৮ জুলাই হঠাৎ সহিংস হয়ে উঠার পর সংঘাতময় পরিস্থিতিতে গত ১৯ জুলাই মধ্যরাত থেকে কারফিউ জারি করা হয়। এরপর থেকে সেনা সদস্যরা দেশের জেলায় জেলায় মোতায়েন আছে।