Date: May 09, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / জাতীয় / গণবিরোধী গণতন্ত্রের বিরুদ্ধে জাতীয় ঐক্যের ডাক - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

গণবিরোধী গণতন্ত্রের বিরুদ্ধে জাতীয় ঐক্যের ডাক

November 11, 2023 07:35:14 PM   দেশেরপত্র ডেস্ক
গণবিরোধী গণতন্ত্রের বিরুদ্ধে জাতীয় ঐক্যের ডাক

ওবায়দুল হক বাদল: 
রাজতন্ত্রের কবর হয়ে গেছে বহু আগে। ফ্যাসিবাদ মানুষের কাছে প্রত্যাখ্যাত হয়েছে। বহু ফ্যাসিস্ট আত্মহত্যা করেছে। সমাজতন্ত্রও ব্যর্থ হয়েছে। গণতন্ত্রও লাইফ সাপোর্টে আছে। তন্ত্রমন্ত্রের নামে পূর্বের সকল ভণ্ডামির অবসান ঘটেছে। এখন গণতন্ত্রের পালা। এবার গণবিরোধী এই গণতন্ত্রের বিরুদ্ধে জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে।

শনিবার বিকাল ৩টায়  রাজধানীর বাড্ডায় হেযবুত তওহীদের উদ্যোগে ‘বাংলাদেশের উন্নয়ন, অগ্রগতি ও স্থিতিশীলতা বজায় রাখতে করণীয়’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন অনুষ্ঠানের প্রধান অতিথি হেযবুত তওহীদের শীর্ষ নেতা এমাম হোসাইন মোহাম্মদ সেলিম।

তিনি বলেন, সময় এখন গণতন্ত্রকে কবর দেবে, যে গণতন্ত্র নামক বাই দ্যা পিপল ফ্রাঙ্কেনস্টাইন জনগণের জীবনকে দুর্বিসহ করে তোলে সেই গণতন্ত্র নিয়ে ভাবনার সময় এসেছে। গণতন্ত্রের নামে ভণ্ডামি আর সন্ত্রাসের রাজনীতিকে ছুঁড়ে ফেলতে বাংলাদেশের মানুষ উন্মুখ হয়ে আছে। তারা এখন এই নোংরা রাজনীতিকে ঘৃণা করে।

তিনি আরো বলেন, গণন্ত্রের সৌন্দর্য আমরা দেখেছি। প্রতি ৫ বছর পর পর মহা সংকটে পরতে হচ্ছে জাতিকে। একদল ক্ষমতায় গেলে পরের দিন থেকেই শুরু হয় তাকে টেনে নামানোর চেষ্টা। সমানে চলে জ্বালাও পোড়াও। বাসে আগুন দিয়ে নিরপরাধ নিরীহ মানুষকে পুড়িয়ে মারা হচ্ছে। সাপের মত পিটিয়ে পুলিশ হত্যা করা হচ্ছে। ক্ষমতায় যাবার লড়াইয়ে হরতাল, অবরোধ, ধর্মঘটের নামে নৃসংসতা মানুষ দেখেছে। এই সিস্টেম আর মানুষ দেখতে চায় না। মানুষের তৈরি তন্ত্রমন্ত্র বাদ দিয়ে এবার আল্লার দেওয়া সিস্টেমে প্রত্যাবর্তন করার আহ্বান জানান তিনি।  

1699709152464
এরপর তিনি বলেন, আজ গাজা উপত্যকায় ফিলিস্তিনিদের উপর চলছে ইসরায়েলি গণহত্যা। ধ্বংস করে দেয়া হচ্ছে স্কুল-কলেজ, হাসপাতাল, আবাসিক ভবনসহ মুসলিমদের পবিত্র স্থান মসজিদও। হামলায় বাদ যাচ্ছে না শরনার্থী শিবিরও। কিছুদিন আগে রাখাইনে রোহিঙ্গাদের নির্বিচারে হত্যা করে ১০ লক্ষ রোহিঙ্গাকে তাড়িয়ে দেওয়া হয়েছে। নারীদের ধর্ষণ করে সন্তানসহ আগুনে পুড়িয়ে মারা হয়েছে। এর আগে আমরা দেখেছি বসনিয়ায় মুসলমানদে উপর নির্যাতন। ২ লক্ষ মুসলিম নারীকে খ্রিস্টান সার্ব সৈন্যরা ধর্ষণ করে সন্তান জন্ম দিতে বাধ্য করেছে। ইরাকে হামলা করল আমেরিকা ২০ লাখ মানুষকে হত্যা করা হলো। সবাই ভেটো দিল। কিন্তু অ্যামেরিকা আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে হামলা করল। তাহলে গণতন্ত্র কোথায়? তারা আটলান্টিকের ওপার থেকে আমাদের গণতন্ত্র শেখাচ্ছে। আমরা তাদের কথা মত গণতন্ত্র খাচ্ছি, গণতন্ত্রের দিক্ষা নিচ্ছি। সরকারি দলও গণতন্ত্র চায় বিরোধী দলও গণতন্ত্র চায়। কিন্তু গণতন্ত্র আসলে কোথায়? গণতন্ত্র আসলে কী তা আজও অধোরাই রয়ে গেল।

তিনি বলেন, পশ্চিমারা আমাদের ব্যাপারে মাতব্বরি করে আসছে বরাবরই। তারা গণতন্ত্র প্রতিষ্ঠার নামে একে একে ইরাক, সিরিয়া, লিবিয়া, আফগানিস্তান ধ্বংস করে দিয়েছে। এখন তাদের শকুনী দৃষ্টি পড়েছে আমার প্রিয় জন্মভূমির উপর। তারা বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতার সুযোগ নিয়ে তাদের কূট চাল চালছে বলে মন্তব্য করেন তিনি।

1699709084022
তিনি আরো বলেন, শকুন যত ভয়ঙ্করই হোক না কেন আমরা ঐক্যবদ্ধ হতে পারলে কোনো সাম্রাজ্যবাদী অপশক্তি আমাদের ক্ষতি করতে পারবে না। হেযবুত তওহীদ থাকতে তাদের এই দূরাশা কোনো দিন পূর্ণ হবে না। প্রয়োজনে দেশের জন্য, দেশের মানুষের জন্য জীবন দেব তবুও দেশকে ইরাক, সিরিয়া, আফগানিস্তান হতে দিব না- বলেন এই নেতা।

হেযবুত তওহীদের ঢাকা মহানগরের সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন রব্বানির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেযবুত তওহীদের কেন্দ্রীয় নারী বিষয়ক সম্পাদক রুফায়দাহ পন্নী, হেযবুত তওহীদের উপদেষ্টা খাদিজা খাতুন, চট্টগ্রাম বিভাগীয় সভাপতি নিজাম উদ্দিন, হেযবুত তওহীদের ঢাকা বিভাগীয় সভাপতি ডা. মাহবুব আলম মাহফুজ, তথ্য  সম্পাদক এস এম সামছুল হুদা, হেযবুত তওহীদের কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক শফিকুল আলম ওখবাহ, কেন্দ্রীয় অভ্যন্তরীণ শৃঙ্খলা বিভাগের সম্পাদক জাফর আহমেদ, কেন্দ্রীয় শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক সাইফুর রহমান,  ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি তসলিম উদ্দিন। হাজারো নেতাকর্মীদের উপচে পড়া ভিড়ে অনুষ্ঠানস্থল কানায় কানায় পূর্ণ হয়ে যায়।