
চিলাহাটি (নীলফামারী) প্রতিনিধি:
আগামী ১৮ই মে চিলাহাটি প্রেসক্লাব নির্বাচনে সভাপতি হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন দৈনিক দেশেরপত্র পত্রিকার চিলাহাটি প্রতিনিধি এবং অনলাইন নিউজ পোর্টাল চিলাহাটি ওয়েব ডটকম রিপোর্টার রবিউল ইসলাম। তিনি এবার প্রথম চিলাহাটি প্রেসক্লাবের সভাপতি হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। জানা যায়, তিনি দৈনিক দেশের পত্র পত্রিকার মাধ্যমে সাংবাদিকতা জগতে আসেন ২০১২ সালে। ২০১২ সালে তিনি নীলফামারী জেলার প্রথম অনলাইন নিউজ পত্রিকা চিলাহাটি ওয়েব ডটকম এ সাংবাদিকতা করেন। এ পত্রিকায় কাজ করার পাশাপাশি তিনি ২০১৫ সালে মাত্র ৩ মাস দৈনিক ঢাকা প্রতিদিনে কাজ করেছিলেন। সেই সময় তিনি নীলফামারী জেলার প্রথম এবং জনপ্রিয় দৈনিক পত্রিকা নীলকথায এ কাজ শুরু করেন। ২০২০ সালে তিনি দৈনিক আমাদের অর্থনীতিতে চিলাহাটি প্রতিনিধি হিসেবে কাজ শুরু করেন। তিনি বেশ কয়েকবার চিলাহাটি প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছিলেন। রবিউল ইসলাম বর্তমানে দৈনিক আমাদের অর্থনীতি, দেশেরপত্র, স্থানীয় দৈনিক নীলকথা এবং অনলাইন পত্রিকা চিলাহাটি ওয়েব ডটকম এ কাজ করছেন।