Date: May 07, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / শিক্ষাঙ্গন / ছাত্রদল নেতার জন্মদিনে ব্যতিক্রমী আয়োজন - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

ছাত্রদল নেতার জন্মদিনে ব্যতিক্রমী আয়োজন

March 01, 2025 12:06:22 AM   অনলাইন ডেস্ক
ছাত্রদল নেতার জন্মদিনে ব্যতিক্রমী আয়োজন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ফিন্যান্স বিভাগের চতুর্থ ব্যাচের শিক্ষার্থী ও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি কাজী জিয়া উদ্দিন বাসিত তার জন্মদিনে বিনামূল্যে মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছেন।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা উপলক্ষে তার অনুসারীরা এই উদ্যোগ নেন।

এ সময় ভর্তিচ্ছু পরীক্ষার্থী ও অভিভাবকদের বিনামূল্যে মেডিকেল চেক-আপ, ওষুধ সরবরাহ, স্যালাইন ও রক্তের গ্রুপ নির্ণয়সহ বিভিন্ন চিকিৎসাসেবা প্রদান করা হয়।

মেডিকেল ক্যাম্পের যুগ্ম আহ্বায়ক মিয়া রাসেল বলেন, "ভর্তি পরীক্ষার্থীদের প্রাথমিক চিকিৎসা নিশ্চিত করতে এ ক্যাম্পের আয়োজন করা হয়েছে। জাতীয়তাবাদী ছাত্রদল সবসময় মানবিক কল্যাণমূলক কাজে নিয়োজিত থাকে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল সাধারণ শিক্ষার্থীদের পাশে থেকে কাজ করতে চায়।"

জন্মদিনে এমন উদ্যোগ নেওয়ার বিষয়ে কাজী জিয়া উদ্দিন বাসিত বলেন, "আমি কেক কেটে জন্মদিন উদযাপনের চেয়ে কিছু ব্যতিক্রমী করার কথা ভাবছিলাম, যা মানুষের উপকারে আসবে। যেহেতু একই দিনে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ছিল, তাই ভিক্টোরিয়া পার্কে পরীক্ষার্থী ও অভিভাবকদের জন্য এ সেবামূলক কার্যক্রম হাতে নেওয়া হয়েছে।"