Date: May 08, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / খুলনা / ধানের গোলার ভেতরে লুকিয়ে রাখা বোমা বিস্ফোরণে দুই নারী আহত - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

ধানের গোলার ভেতরে লুকিয়ে রাখা বোমা বিস্ফোরণে দুই নারী আহত

May 07, 2025 08:27:38 PM   অনলাইন ডেস্ক
ধানের গোলার ভেতরে লুকিয়ে রাখা বোমা বিস্ফোরণে দুই নারী আহত

কেশবপুর (যশোর) প্রতিনিধি:
যশোরের কেশবপুর পৌর এলাকার মধ্যকুল গ্রামে ধানের গোলার ভেতরে লুকিয়ে রাখা বোমা বিস্ফোরণে দুজন নারী আহত হয়েছেন। এদের মধ্যে একজন মারাত্মকভাবে আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন, অপরজন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

স্থানীয়রা জানায়, গত বুধবার সকালে মধ্যকুল গ্রামের আব্দুল গনি শেখের ছেলে যুবলীগ নেতা জামাল শেখের বাড়ির ধানের গোলায় ধান রাখার জন্য প্রবেশ করেন জামালের বোন রুমা বেগম ও একই এলাকার শামসুর রহমানের স্ত্রী শাহনাজ বেগম। ধানের গোলার ভেতরে একটি প্যাকেট ঝুলন্ত অবস্থায় দেখতে পান তারা। ময়লা মনে করে রুমা বেগম সেটি বাইরে ফেলতেই বিকট শব্দে বোমাটি বিস্ফোরিত হয়। এতে রুমা বেগম গুরুতর আহত হন এবং শাহনাজ বেগম সামান্য আহত হন।

এলাকাবাসীর অভিযোগ, কেশবপুরের শীর্ষ সন্ত্রাসী জামাল শেখ আওয়ামী লীগ নেতা ও সাবেক মেয়র রফিক মোড়লের ক্যাডার হিসেবে পরিচিত ছিলেন। আওয়ামী লীগ সরকারের সময় তার নেতৃত্বে কেশবপুর পৌর এলাকাসহ আশপাশে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড চলতো। স্থানীয়দের ধারণা, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর জামাল শেখ তার ধানের গোলার ভেতর এই বোমাগুলো লুকিয়ে রেখেছিল।

কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।