
জাজিরা প্রতিনিধি, শরীয়তপুর:
শরীয়তপুরের জাজিরায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাবেরী রায়ের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া বিনতে সোলাইমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহমুদুল হাসান, জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল আমিন, পদ্মা দক্ষিণ থানার ওসি নকিব আকরাম হোসেন এবং উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, রাজনৈতিক ব্যক্তিত্ব ও সুশীল সমাজের প্রতিনিধিরা।
সভায় উপজেলা এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। তরুণদের বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালানো এবং মাদকাসক্তির দিকে ঝুঁকে পড়ার বিষয়টি আলোচনায় গুরুত্ব পায়। এছাড়া মাজার পূজা, ধর্মীয় অনুষ্ঠানের নামে গান-বাজনা এবং সম্প্রতি জাজিরায় ঘটে যাওয়া অন্যান্য সামাজিক সমস্যাগুলো নিয়েও আলোচনা হয়। সভায় বক্তারা আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি সামাজিক শৃঙ্খলা বজায় রাখতে সকলের সহযোগিতা কামনা করেন।