Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / শিক্ষাঙ্গন / জাবিতে ৩১ জুলাই জাকসু ও হল সংসদ নির্বাচন - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

জাবিতে ৩১ জুলাই জাকসু ও হল সংসদ নির্বাচন

May 01, 2025 12:27:21 PM   অনলাইন ডেস্ক
জাবিতে ৩১ জুলাই জাকসু ও হল সংসদ নির্বাচন

জাবি প্রতিবেদক:
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও হল সংসদের নির্বাচন আগামী ৩১ জুলাই অনুষ্ঠিত হবে।সোমবার (৩০ এপ্রিল) রাতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর থেকে জারি করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

অফিস আদেশে উল্লেখ করা হয়, জাকসুর গঠনতন্ত্রের ৮.খ ধারা অনুযায়ী ৩১ জুলাই সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত একযোগে জাকসু এবং হল সংসদের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

নির্বাচন কমিশনের প্রকাশিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র বিতরণ শুরু হবে ১ জুলাই এবং জমা দেওয়ার শেষ সময় ৭ জুলাই বিকেল ৫টা পর্যন্ত। যাচাই-বাছাই শেষে মনোনীত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে ৯ জুলাই। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে ১৪ জুলাই পর্যন্ত।

নির্বাচনী প্রচারণা চালানো যাবে ১৬ জুলাই থেকে ২৮ জুলাই পর্যন্ত। ভোটগ্রহণের দিন অর্থাৎ ৩১ জুলাই ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করা হবে।