
পাবনা সদর হাসপাতালের সড়কটি দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। এর ফলে, হাসপাতালটিতে চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের আত্মীয়-স্বজনদের জন্য এটি একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে।
সরেজমিনে দেখা যায়, সড়কটি দিয়ে এম্বুলেন্সসহ বিভিন্ন যানবাহন চলাচল করলেও, খানাখন্দের কারণে যাত্রীরা সীমাহীন দুর্ভোগে পড়ছেন। রাস্তার অধিকাংশ অংশে পিজমাটি, ইট, বালু উঠে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে, যা যাত্রীদের জন্য বিপদজনক হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে, ইমার্জেন্সি রোগী নিয়ে হাসপাতালে আসার সময় এই রাস্তার খারাপ অবস্থার কারণে রোগীরা অতিরিক্ত ঝাঁকির সম্মুখীন হচ্ছেন, যা তাদের স্বাস্থ্যের আরও অবনতি ঘটাচ্ছে।
এছাড়া, হাসপাতালের রাস্তাটির অবস্থা দেখে স্থানীয় বাসিন্দা ও রোগীর আত্মীয়-স্বজনরা প্রশ্ন তুলেছেন, "এমন পরিস্থিতিতে কীভাবে হাসপাতালটি পৌঁছানো সম্ভব?" রাস্তায় প্রচণ্ড ঝাঁকি খাওয়ার কারণে তাদের মনে হয়, হাসপাতালে পৌঁছানোর আগেই তারা আরো বেশি অসুস্থ হয়ে পড়ছেন।
অনেকেই জানিয়েছেন, এম্বুলেন্স, অটো রিক্সা এবং সিএনজিতে চলাচল করতে গিয়ে রাস্তাটি এতটাই খারাপ যে, মাঝে মাঝে গাড়ি নষ্ট হয়ে যায়, কখনো কখনো অন্তঃসত্ত্বা রোগীদের ডেলিভারি হওয়ার উপক্রম হয়ে যায়। ফলে, রোগী ও তার আত্মীয়-স্বজনরা বিপদে পড়ছেন।
শহরের কালিবাড়ি থেকে সদর হাসপাতাল পর্যন্ত মাত্র ১ কিলোমিটার রাস্তাটি অত্যন্ত খারাপ হয়ে যাওয়ায় সাধারণ মানুষ প্রশ্ন তুলছেন, পাবনা পৌরসভা কর্তৃপক্ষ কেন এর সংস্কারের জন্য কোনো কার্যকর পদক্ষেপ নিচ্ছে না।
তারা দাবি করেছেন, সরকার লক্ষ লক্ষ টাকা ব্যয় করছে জনগণের সুবিধা নিশ্চিত করতে, কিন্তু সেই টাকা কোথায় যাচ্ছে? কেন রাস্তা সংস্কার না হয়ে দ্রুত ভেঙে যাচ্ছে? পাবনা বাসীর প্রত্যাশা, অতি শীঘ্রই এই সদর হাসপাতালের রাস্তাটি সংস্কার করা হবে, যাতে জনগণ সুষ্ঠু ও নিরাপদভাবে চলাচল করতে পারে।