Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / জাতীয় / প্রধান উপদেষ্টার তিনজন নতুন বিশেষ সহকারী নিয়োগ - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

প্রধান উপদেষ্টার তিনজন নতুন বিশেষ সহকারী নিয়োগ

November 11, 2024 11:17:16 AM   অনলাইন ডেস্ক
প্রধান উপদেষ্টার তিনজন নতুন বিশেষ সহকারী নিয়োগ

প্রধান উপদেষ্টার দপ্তরে প্রতিমন্ত্রীর পদমর্যাদায় তিনজন বিশেষ সহকারী নিয়োগ পেয়েছেন। খোদা বকশ চৌধুরী, ড. সায়েদুর রহমান এবং প্রফেসর ড. এম আমিনুল ইসলামকে যথাক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয়ের নির্বাহী ক্ষমতা প্রদান করা হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে রোববার রাতে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, প্রধান উপদেষ্টা এই তিনজনকে প্রতিমন্ত্রীর পদমর্যাদায় বিশেষ সহকারী হিসেবে নিয়োগ প্রদান করেছেন। দায়িত্বপালনের সময় তারা প্রতিমন্ত্রীর পদমর্যাদা, বেতন-ভাতা এবং অন্যান্য সুযোগ-সুবিধা প্রাপ্য হবেন।

এছাড়া, এর আগে নতুন তিনজন উপদেষ্টা হিসেবে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে শপথ গ্রহণ করেন ব্যবসায়ী সেখ বশির উদ্দিন, চলচ্চিত্র পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী, এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম।