Date: October 26, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / বিনোদন / পরীমণি জন্মদিনে ভক্তদের জন্য চমক দেখালেন - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

পরীমণি জন্মদিনে ভক্তদের জন্য চমক দেখালেন

October 24, 2025 09:14:27 AM   বিনোদন ডেস্ক
পরীমণি জন্মদিনে ভক্তদের জন্য চমক দেখালেন

জনপ্রিয় চিত্রনায়িকা পরীমণির জন্মদিন ঢালিউডে সবসময়ই ছিল এক রঙিন উৎসবের দিন। একসময় তার জন্মদিনে ঝলমলে পার্টি, তারকাখচিত আয়োজন আর সামাজিক মাধ্যমে শেয়ার করা ছবি ছিল সবার আগ্রহের কেন্দ্রবিন্দু। তবে গত তিন বছর ধরে তার জন্মদিন কেটেছে একেবারেই নিরিবিলি ও ঘরোয়া পরিবেশে।

এই বছরের জন্মদিনে ঘটেছে ব্যতিক্রম। নির্ধারিত দিনের চার দিন আগেই কেক কেটে উদযাপন করেছেন পরীমণি। সে সময়ের কিছু ছবি তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন। ছবিগুলোতে দেখা যায়, পরীমণি কেক কাটছেন এক তরুণের পাশে বসে। ছবিগুলো প্রকাশের পর নেটিজেনরা কৌতূহল প্রকাশ করেছেন, এ তরুণ কে।

পরীমণি নিজেই বিষয়টি পরিষ্কার করেছেন। তিনি ফেসবুকে লিখেছেন, ওই তরুণের নাম অর্ক, তিনি একজন মেকআপ আর্টিস্ট। কাজের সূত্রে তাদের পরিচয়। অর্ক ঢাকায় একা থাকে এবং তাদের বাসা একই এলাকায়। মাঝে মাঝে খাবারের আদানপ্রদান হয় এবং সময়ের সঙ্গে সঙ্গে তার সঙ্গে ঘনিষ্ঠতা বেড়েছে। পরীমণি বলেন, অর্কর ছোট একটি আবদারে তিনি তার বাসায় গিয়েছিলেন, সেখানে গিয়ে দেখেছেন জন্মদিন উদযাপনের চমক। তিনি লেখেন, “ধন্যবাদ অর্ক ভাই—এটাই এবারের জন্মদিনের প্রথম উদযাপন।”

জন্মদিনের মূল দিনেও পরীমণি নিজেকে শুভেচ্ছা জানাতে ভুলেননি। তিনি লিখেছেন, জীবন শুধু বেঁচে থাকার জন্য নয়, বাঁচা জীবন উদযাপন করাই শ্রেয়। জীবনের আনন্দ, বেদনা, দুঃখ, কষ্ট, সুখ ও ভালোবাসা—সবকিছু নিয়েই আজকের এই জীবন।

পরীমণির এই বিশেষ মুহূর্তগুলো এবং আগাম উদযাপনের ছবি ভক্তদের মধ্যে উচ্ছ্বাস তৈরি করেছে। নেটিজেনরা বলছেন, এই তো আমাদের পুরোনো পরী ফিরে এসেছে।