Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / জাতীয় / ফাঁকা ঢাকার রাস্তা, সেনা টহল - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

ফাঁকা ঢাকার রাস্তা, সেনা টহল

August 05, 2024 10:33:23 AM   অনলাইন ডেস্ক
ফাঁকা ঢাকার রাস্তা, সেনা টহল

বৈষম্যবিরাধী ছাত্র আন্দোলনের ডাকা ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচিকে ঘিরে সহিংসতায় আশঙ্কায় ঢাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এ অবস্থায় নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার করেছে সরকার। রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনাসহ বিভিন্ন এলাকায় সেনা মোতায়েন করা হয়েছে।

এছাড়া পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিভিন্ন মোড়ে অবস্থানের পাশাপাশি নিয়মিত টহল অব্যাহত রেখেছেন।

এমন পরিস্থিতির মধ্যে সকাল থেকে ঢাকার অধিকাংশ রাস্তা আজ ফাঁকা দেখা যাচ্ছে।

সোমবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় ও এর আশেপাশের এলাকায় সেনা সদস্যদের অবস্থান লক্ষ্য করা গেছে। ব্যারিকেড দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে কাঁটাবন, নীলক্ষেত, শাহবাগসহ বেশ কয়েকটি সড়ক।

একইভাবে সেনাবাহিনীর অবস্থান দেখা গেছে সংসদভবন, রামপুরার বাংলাদেশ টেলিভিশন ভবন, মেট্রোরেলসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থাপনায়। এছাড়া মিরপুর রোডসহ ঢাকার বিভিন্ন এলাকায় সেনা সদস্যদের টহল দিতেও দেখা গেছে।

প্রধানবিচারপতির বাসভবন ও মিন্টো রোডের মন্ত্রিপাড়াতেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক পাহারা দেখা গেছে।

এদিকে, সকালে ঢাকার রাস্তায় আজ যান ও মানুষের চলাচল খুবই কম দেখা গেছে। অল্পকিছু সিএনজি, রিক্সা ও মোটরবাইকের বাইরে বাস কিংবা ব্যক্তিগত গাড়ি খুব একটা চোখে পড়েনি।