Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / বিনোদন / ‘ফিমেল ৪’ নিয়ে আসছেন অমি - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

‘ফিমেল ৪’ নিয়ে আসছেন অমি

April 06, 2024 01:03:39 PM   বিনোদন ডেস্ক
‘ফিমেল ৪’ নিয়ে আসছেন অমি

নির্মাতা কাজল আরেফিন অমির ‘ব্যাচেলর পয়েন্ট’ এর মত ‘ফিমেল’ নাটকের সব কটি কিস্তিই ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। রাজধানীর ব্যাটারি গলি নামে এক মহল্লার গল্প নির্ভর নাটক ‘ফিমেল’ এর চতুর্থ কিস্তি ‘ফিমেল ৪’ নির্মানের ঘোষণা দিয়েছেন অমি।


মঙ্গলবার (৩ মার্চ) এ বিষয়ে ওটিটি প্ল্যাটফর্মের সঙ্গে একটি চুক্তি সই করেছেন নির্মাতা অমি। চুক্তি সই শেষে ফেসবুকে ছবি পোস্ট করে ক্যাপশনে লেখেন, বড় গ্যাঞ্জামের আয়োজন চলছে। সাইনিং ‘ফিমেল ৪’।

অমি বলেন, আমার বানানো নাটকগুলোর মধ্যে ‘ফিমেল’ অন্যতম জনপ্রিয় একটি কাজ। এর চরিত্রগুলোও ড্যান্স শাহ আলম, লাবু কমিশনারসহ প্রত্যেকেই আলাদাভাবে দর্শকদের কাছে পরিচিত। দর্শকরা চায় নতুন কিস্তি দেখতে। তাদের অনুপ্রেরণায় আমি সাহস পেয়েছি। তাই আরও বড় পরিসরে ‘ফিমেল ৪’ তৈরি করব।

 

‘ফিমেল ৪’ এর শুটিং শুরু হবে আসন্ন ঈদুল ফিতরের পরে। মুক্তির কথা রয়েছে ঈদুল আজহায়। এতে অভিনয় করবেন আগের অভিনয় শিল্পীরা। তবে হয়তো দু’একজন আর্টিস্ট পরিবর্তন হতে পারে গল্পের প্রয়োজনে।