Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / বাড্ডায় বাসা থেকে বাবা ও ছেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

বাড্ডায় বাসা থেকে বাবা ও ছেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার

February 29, 2024 11:41:07 AM   নিজস্ব প্রতিনিধি
বাড্ডায় বাসা থেকে বাবা ও ছেলের ঝুলন্ত  মরদেহ উদ্ধার

রাজধানীর বাড্ডার একটি বাসা থেকে বাবা ও ছেলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতরা হলেন গিয়াস উদ্দিন (৭২) ও তার ছেলে রাকিব হোসেন (৩০)।

বাড্ডা থানার উপপরিদর্শক আজিজুল ইসলাম দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, বাড্ডার বেরাইদ এলাকার ভাড়াবাসা থেকে গতকাল বুধবার রাত সাড়ে ৯টার দিকে তাদের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।

নিহত গিয়াস উদ্দিন অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক এবং তার ছেলে রাকিব বিদ্যুতের মিস্ত্রি ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয়রা জানান, বেরাইদের জেলেপাড়ার একটি বাড়ির নিচতলায় প্রায় ১২ বছর ধরে ভাড়া থাকত গিয়াস উদ্দিনের পরিবার। দুই বছর আগে স্ত্রী মারা গেছে। তারপর থেকে ছেলেকে নিয়েই থাকতেন বাবা। প্রায়ই ছোটখাটো বিষয় নিয়ে বিবাদ হতো তাদের।

পুলিশ জানিয়েছে মৃত্যুর কারণ জানতে ময়নাতদন্তের জন্য মরদেহ সোহরাওয়ার্দী মেডিকেলে পাঠানো হয়েছে।