Date: May 03, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / জাতীয় / বান্দরবানে দুই পক্ষের গোলাগুলিতে নিহত ৮ - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

বান্দরবানে দুই পক্ষের গোলাগুলিতে নিহত ৮

April 07, 2023 08:36:06 PM   দেশজুড়ে ডেস্ক
বান্দরবানে দুই পক্ষের গোলাগুলিতে নিহত ৮

বান্দরবানের রোয়াংছড়িতে দুই পক্ষের গোলাগুলিতে ৮ জন নিহত হয়েছেন। শুক্রবার (৭ এপ্রিল) বেলা ১১টার দিকে উপজেলার হামতাংপাড়ায় এই ঘটনা ঘটে।

রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, রাত থেকেই গোলাগুলির শব্দ শুনতে পান তারা। পরে নিরাপদ স্থানে অবস্থান নেয় এলাকাবাসী। কিন্তু সকালে লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় তারা।

তবে তাৎক্ষণিক নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। পুলিশের ধারণা, নিজেদের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ ঘটনা ঘটাতে পারে পার্বত্য অঞ্চলের সংগঠনগুলো।