2024-11-24স্পেশাল করেসপন্ডেন্ট
ব্রিটিশ প্রবর্তিত ব্যবস্থাকে চালু রেখে আমরা জাতির যাবজ্জীন দণ্ড কার্যকর করেছি। এই ব্যবস্থা গোড়া থেকে উপড়ে ফেলে আল্লাহর দেওয়া সিস্টেম কায়েম করতে হবে। রাষ্ট্রকাঠামোর মূলনীতি হবে, সকল ক্ষেত্রে আল্লাহর হুকুমকে প্রাধান্য দেয়া। যদি সেটা করতে না পারেন তাহলে সকল সংস্কারই দিনশেষে ব্যর্থতায় পর্যবসিত হবে। জাতি হয়ত সাময়িক জামিন পেতে পারে কিন্তু খালাস মিলবে না। অন্ধকারায় পচে মরতে হবে।
View more