Date: May 14, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / চট্টগ্রাম / মফস্বল সাংবাদিক ইউনিয়ন ফেনীর জেলার নবগঠিত কমিটির পরিচিতি সভা - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

মফস্বল সাংবাদিক ইউনিয়ন ফেনীর জেলার নবগঠিত কমিটির পরিচিতি সভা

May 13, 2025 09:22:37 PM   অনলাইন ডেস্ক
মফস্বল সাংবাদিক ইউনিয়ন ফেনীর জেলার নবগঠিত কমিটির পরিচিতি সভা

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিএমইউজে) ফেনী জেলা শাখার ২০২৫-২০২৬ মেয়াদের নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৩ মে) সন্ধ্যায় ফেনীর একটি অভিজাত রেস্টুরেন্টে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন বিএমইউজে ফেনী জেলা কমিটির নবনির্বাচিত সভাপতি মো. কামাল উদ্দিন ভূঁইয়া। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নবনির্বাচিত সাধারণ সম্পাদক আফতাব মমিন ভূঁইয়া।

সভায় আলোচনা করেন সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ শেখ কামাল, জহিরুল ইসলাম জাহাঙ্গির, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী নুরুল আলম নিলু ও মো. আতিকুর রহমান রোজেন, কোষাধ্যক্ষ আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক আলাউদ্দিন সবুজ, দপ্তর সম্পাদক মো. গাজীউল হক, তথ্য ও প্রযুক্তি সম্পাদক আবদুল আজিজ সায়েম, নির্বাহী সদস্য মো. মাসুম বিল্লাহ ভূঁইয়া, মিজানুর রহমান, মো. ইসমাইল, নিমাই চন্দ্র মজুমদার, আবু জাফর আহমেদ হৃদয় ও মহি উদ্দিন মহি।

এছাড়া সভায় সহযোগী সদস্যদের মধ্যে জহিরুল ইসলাম মিতুল চৌধুরী, তাজুল ইসলাম, সাহার উল্লাহ বাহার ও কাজী ওয়ারেছ আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

বক্তারা বিএমইউজে ফেনী জেলা কমিটিকে একটি পেশাদার ও দায়িত্বশীল সাংবাদিক সংগঠন হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন এবং সংগঠনের কার্যক্রম আরও বেগবান করার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।