
কুবি প্রতিনিধি:
উচ্চশিক্ষার্থে যুক্তরাজ্যে যাওয়া কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের উদ্যোগে যুক্তরাজ্য অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রথম কমিটি গঠন করা হয়েছে। গত ১১ ফেব্রুয়ারি লন্ডনের হোয়াইটচ্যাপেলে কুবি শিক্ষার্থীদের পুনর্মিলনীতে এ কমিটি ঘোষণা করা হয়।
এতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন লোকপ্রশাসন বিভাগের ৪র্থ ব্যাচের মাহবুবুল আলম ভূঁইয়া এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন অর্থনীতি বিভাগের ৫ম ব্যাচের শাকিলা আক্তার মেরি। সহ-সভাপতি হয়েছেন অর্থনীতি বিভাগের ৫ম ব্যাচের মো. আখতার হুসাইন এবং নৃবিজ্ঞান বিভাগের ৬ষ্ঠ ব্যাচের মো. মহিবুল্লাহ। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন হিসাববিজ্ঞান বিভাগের ৭ম ব্যাচের খাদিজা আক্তার। সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন লোকপ্রশাসন বিভাগের ৮ম ব্যাচের মো. রাসেল খান। অর্থ সম্পাদক হয়েছেন ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ১০ম ব্যাচের রাশেদুল গনি। প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন পদার্থ বিজ্ঞান বিভাগের ৯ম ব্যাচের শাহরিন রুকাইয়া এবং প্রত্নতত্ত্ব বিভাগের ১১তম ব্যাচের ঐর্শী বিনতে মুর্শেদ।
উক্ত কমিটিতে উপদেষ্টা হিসেবে রয়েছেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও প্রত্নতত্ত্ব বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মোহাম্মদ সোহরাব উদ্দিন এবং নৃবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মো. আবদুর রহমান।
সাধারণ সম্পাদক শাকিলা আক্তার মেরি বলেন, তাদের মূল লক্ষ্য উচ্চশিক্ষার জন্য যুক্তরাজ্যে আসা শিক্ষার্থীদের সহায়তা করা। আবেদন ও ভিসা প্রক্রিয়া থেকে শুরু করে যুক্তরাজ্যে স্থায়ী হতে যেসব চ্যালেঞ্জ মোকাবিলা করতে হয়, তার সমাধানে কাজ করবে সংগঠনটি। এছাড়া যারা ভবিষ্যতে যুক্তরাজ্যে পড়াশোনার পরিকল্পনা করছেন, তাদের সহায়তাও করবে সংগঠনটি।
উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ সোহরাব উদ্দিন বলেন, বিশ্বায়নের এই যুগে কুবির শিক্ষার্থীরা সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। যুক্তরাজ্যে তাদের এই অ্যালামনাই প্ল্যাটফর্ম নিঃসন্দেহে ভবিষ্যতে উচ্চশিক্ষা ও ক্যারিয়ারে আগ্রহী শিক্ষার্থীদের সহায়ক হবে। পরামর্শক হিসেবে মনোনীত করায় তিনি শিক্ষার্থীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।