Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / জাতীয় / রাজধানীর পল্টনে বাস-ট্রাকের মাঝে চাপা পড়ে ব্যাংক কর্মকর্তা নিহত - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

রাজধানীর পল্টনে বাস-ট্রাকের মাঝে চাপা পড়ে ব্যাংক কর্মকর্তা নিহত

November 17, 2024 11:33:23 AM   অনলাইন ডেস্ক
রাজধানীর পল্টনে বাস-ট্রাকের মাঝে চাপা পড়ে ব্যাংক কর্মকর্তা নিহত

রাজধানীর পল্টনে ইউনিক পরিবহনের একটি বাস ও পেঁয়াজ বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৬০ বছর বয়সী ব্যাংক কর্মকর্তা মোহাম্মদ জাকির হোসেন নিহত হয়েছেন। রবিবার ভোর ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

পল্টন থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ আরিফ জানান, সংঘর্ষের সময় বাস ও ট্রাকের মাঝে একটি অটোরিকশা চাপা পড়ে। এতে অটোরিকশাচালক মোহাম্মদ জাকির হোসেন গুরুতর আহত হন। খবর পেয়ে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক জাকির হোসেনকে মৃত ঘোষণা করেন।

নিহত জাকির মার্কেন্টাইল ব্যাংকের কর্মকর্তা ছিলেন এবং তার বাড়ি ফেনীর দাগনভূঞা উপজেলায়। ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।