
জাহিদুল ইসলাম:
খুব শিগগিরই মুক্তি পেতে যাচ্ছে সংগীত শিল্পী শর্মিলী চ্যাটার্জির পঞ্চম মিউজিক ভিডিও ‘দেখি না কি হয়’। মৌলিক গানের এই মিউজিক ভিডিওটি নিয়ে গত শুক্রবার (৯ জুন ২০২৩) রাত ৮টায় বেলি রোড কেএফসি রেষ্টুরেন্টে গানটির মুক্তির বিষয় নিয়ে শিল্পী শর্মিলী চ্যাটার্জি সাথে কথা হলে তিনি জানান, গানের শুটিং এডিটিং সব কিছু শেষ হয়েছে এখন গানটি মুক্তির অপেক্ষায় আছে।
তার সাথে কথা বলে জানা যায়, ‘দেখি না কি হয়’ গানটি আবেদনময়ী ও সুরময়ী সঙ্গীত শিল্পী শর্মিলী চ্যাটার্জীর পঞ্চম মিউজিক ভিডিও। ইতিপূর্বে তিনি “মা তোমার জন্য ” “কতবার ভেবেছিনু” ও “দাড়িয়ে আছো তুমি আমার গানের ওপারে” “আমি দূর হতে তোমারেই দেখেছি” শিরোনামে আরও চারটি অসাধারণ মিউজিক ভিডিও উপহার দিয়েছেন। যা ইতিমধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। বিচক্ষণশীল দর্শক শ্রোতাদের মন জয় করতে সক্ষম হয়েছে।
ব্যক্তি জীবনে সঙ্গীত শিল্পী শর্মিলী চ্যাটার্জী আইন পেশার সাথে জড়িত। তাঁর স্বামী অ্যাডিশনাল ডিআইজি শ্যামল কুমার মুখার্জী। যিনি বাংলাদেশ হাইওয়ে পুলিশে কর্মরত আছেন।
গানটির মিউজিক কম্পোজিশন করেছেন করেছেন এ এইচ তূর্য। ভিডিওতে অভিনয় করেছেন শর্মিলী চ্যাটার্জী ও শ্যামল মুখার্জী। গানটি দেখা যাবে এপিএস এন্টারটেইনমেন্ট বিডিতে, সবুজ সুরময় শর্মিলী চ্যাটার্জির মিউজিক ভিডিও গুলো সত্যিই অসাধারণ ও অতুলনীয়।