Date: May 06, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / জাতীয় / শপথ নিয়ে পঞ্চমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

শপথ নিয়ে পঞ্চমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা

January 11, 2024 07:30:30 PM   অনলাইন ডেস্ক
শপথ নিয়ে পঞ্চমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বাংলাদেশের নতুন সরকারের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন শেখ হাসিনা, যার নেতৃত্বে পঞ্চমবারের মত রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিল আওয়ামী লীগ।

বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় বঙ্গভবনের দরবার হলে মন্ত্রিসভার নতুন সদস্যদের শপথ অনুষ্ঠান শুরু হয়। নিয়ম অনুযায়ী প্রথমে শেখ হাসিনা রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছ থেকে সরকারপ্রধান হিসেবে দায়িত্ব পালন ও গোপনীয়তার শপথ নেন।

প্রধানমন্ত্রী শপথ নেওয়ার পর রাষ্ট্রপতি তাকে অভিনন্দন জানান।

শপথ অনুষ্ঠান পরিচালনা করেন মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন। এরপর নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা পর্যায়ক্রমে রাষ্ট্রপতির কাছ থেকে শপথ নেবেন।

রাষ্ট্র পরিচালনায় এবার শেখ হাসিনার সঙ্গী হচ্ছেন ২৫ জন মন্ত্রী এবং ১১ জন প্রতিমন্ত্রী। দ্বাদশ সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের পর শেখ হাসিনা তার নতুন সরকার সাজিয়েছেন ১৪ জন নতুন মুখ নিয়ে।

নতুন মন্ত্রিসভা শপথ নেওয়ায় ২০১৮ সালের ৭ জানুয়ারি গঠিত পুরনো সরকারের দায়িত্ব শেষ হল। নতুন সরকারে কে কোনো দায়িত্ব পাচ্ছেন তা মন্ত্রিপরিষদ বিভাগ জানিয়ে দেবে।