Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / জাতীয় / সেনাকুঞ্জে খালেদা-ইউনূসের কুশল বিনিময় - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

সেনাকুঞ্জে খালেদা-ইউনূসের কুশল বিনিময়

November 21, 2024 06:46:22 PM   অনলাইন ডেস্ক
সেনাকুঞ্জে খালেদা-ইউনূসের কুশল বিনিময়

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষ্যে ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে আয়োজিত অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস কুশল বিনিময় করেছেন। দীর্ঘদিন পর এই দুই নেতার পাশাপাশি বসে কথা বলার দৃশ্য নজর কেড়েছে।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) বিকেলে অনুষ্ঠানে খালেদা জিয়া ও ড. ইউনূসের সাক্ষাৎ হয়। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শায়রুল কবির খান জানান, ড. ইউনূস প্রথমে খালেদা জিয়ার সঙ্গে কুশল বিনিময় করেন এবং তারা পাশাপাশি বসে কথা বলেন।

বিকেল সাড়ে ৩টার দিকে বাসভবন ফিরোজা থেকে সাদা প্রাডো গাড়িতে করে রওনা হয়ে খালেদা জিয়া সেনাকুঞ্জে পৌঁছান। তিনি হুইল চেয়ারে করে অনুষ্ঠানে যোগ দেন। তার সঙ্গে ছিলেন প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান সিঁথি।

অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, আব্দুল মঈন খান, এ জেড এম জাহিদ হোসেন, ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী, ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুলসহ ২৬ জন নেতাকে আমন্ত্রণ জানানো হয়।

প্রায় ছয় বছর পর জনসমক্ষে কোনো অনুষ্ঠানে যোগ দিলেন খালেদা জিয়া। সর্বশেষ ২০১৮ সালের ৫ ফেব্রুয়ারি তিনি সিলেটে একটি সফরে গিয়েছিলেন এবং ৮ ফেব্রুয়ারি দুর্নীতির মামলায় দণ্ডিত হয়ে কারাগারে যান। করোনা মহামারির সময় নির্বাহী আদেশে মুক্তি পেলেও তিনি জনসম্মুখে আসেননি। সর্বশেষ তিনি ২০১২ সালে সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন।

খালেদা জিয়া ২০১০ সালে সেনানিবাসের বাড়ি থেকে উচ্ছেদের পর এই প্রথম সেনানিবাসে কোনো অনুষ্ঠানে যোগ দিলেন।