সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি করা ইসলামিক বক্তা আবু ত্বহা মুহাম্মদ আদনান ও তার প্রাক্তন স্ত্রী সাবিকুন নাহারের পারিবারিক দ্বন্দ্বের অবশেষে সমাধান হয়েছে। মঙ্গলবার (২১ অক্টোবর) উভয়েই ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে এ বিষয়টির মীমাংসার কথা জানিয়েছেন।
পরবর্তীতে সাবিকুন নাহার নিজের ফেসবুক পোস্টে সকলকে পূর্বে প্রকাশিত ভিডিও ও অডিও মুছে ফেলার আহ্বান জানান। তিনি লিখেছেন, আলহামদুলিল্লাহি রব্বিল আলামি-ন, সম্প্রতি আমার পারিবারিক যে ইস্যুটি সর্বসাধারণের সামনে এসেছে, তা উলামায়ে কেরামের তত্ত্বাবধানে অত্যন্ত সুন্দর ও উত্তমভাবে সমাধান হয়েছে।
সাবিকুন নাহার আরও উল্লেখ করেন, দুনিয়া ও আখিরাতের কল্যাণের উদ্দেশ্যে পারিবারিক জটিল পরিস্থিতি থেকে সহজ, সরল ও সুন্দর প্রতিকারের আশায় তাকে দীর্ঘ ও ভীতিপ্রদ এক লড়াই পার হতে হয়েছে। এই প্রক্রিয়ায় সংশ্লিষ্ট ও দায়িত্বশীল ব্যক্তিবর্গের নজর আকর্ষণ করে পরিশেষে সমাধান পেতে সক্ষম হয়েছেন।
তিনি সকলকে জানিয়েছেন, পাবলিক প্ল্যাটফর্মে ইচ্ছায়-অনিচ্ছায়, উদ্বেগ-উৎকণ্ঠায় এবং আবেগে যে সকল ভুল হয়েছে, তার জন্য তিনি প্রকাশ্যে তওবা ও ক্ষমা প্রার্থনা করছেন। তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন, আল্লাহ তওবা কবুলকারী ও ক্ষমাকারী।
সাবিকুন নাহার আরও অনুরোধ করেন, এ বিষয়ে আর কোনো মন্তব্য করা হবে না। তিনি নিজেও পরবর্তীতে এ ইস্যু নিয়ে কোনো ধরনের কথা বলবেন না এবং যারা সরাসরি বা পরোক্ষভাবে এ বিষয়ের সমালোচনায় লিপ্ত, তাদেরও বিরত থাকার আহ্বান জানান।
সবশেষে তিনি সকল মিডিয়াকে উদাত্তভাবে অনুরোধ করেন, আল্লাহর সন্তুষ্টির জন্য এবং পরকালের স্বার্থে পারিবারিক আলোচনাসংবলিত তার প্রতিটি অডিও ও ভিডিও ক্লিপ ডিলিট করার। এছাড়া তিনি এই কঠিন সময়ে পাশে থাকা ও ভালোবাসা প্রদর্শন করা সকলকে আল্লাহর উত্তম প্রতিদান কামনা করেন এবং যারা সমালোচনা বা নিন্দা করেছেন, তাদের ক্ষমা প্রার্থনা করেন।