Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / জাতীয় / সোমবার থেকে ৩ দিনের সাধারণ ছুটি ঘোষণা - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

সোমবার থেকে ৩ দিনের সাধারণ ছুটি ঘোষণা

August 04, 2024 05:55:37 PM   অনলাইন ডেস্ক
সোমবার থেকে ৩ দিনের সাধারণ ছুটি ঘোষণা

 

সরকারি-বেসরকারি অফিসে আগামীকাল (সোমবার) থেকে ৩দিনের সাধারণ ছুটি ঘোষণা দেযা হয়েছে। রবিবার (৪ আগস্ট) এ ঘোষণা দেয় জনপ্রশাসন মন্ত্রণালয়।

কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সহিংসতা-সংঘাত ছড়িয়ে পড়লে গত ১৯ জুলাই রাতে সারা দেশে কারফিউ জারি করে সেনা মোতায়েনের সিদ্ধান্ত নেয় সরকার। পরে ২১ থেকে ২৩ জুলাই পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করা হয়। এরপর ২৪ ও ২৫ জুলাই বেলা ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত সীমিতভাবে চলে সরকারি-বেসরকারি অফিস।

পরিস্থিতি আরো স্বাভাবিক হলে গত রবিবার, সোমবার ও মঙ্গলবার (২৮, ২৯ ও ৩০ জুলাই) সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত অফিস চলে । বুধবার (৩১ জুলাই) থেকে স্বাভাবিক সময় ধরে চলছে সরকারি-বেসরকারি অফিস।

তবে, শনিবার (৩ আগস্ট) থেকে পরিস্থিতি আবারো উত্তপ্ত হতে শুরু করে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মো. নাহিদ ইসলাম ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে বিক্ষোভ সমাবেশ থেকে সরকার পদত্যাগের এক দফা দাবি ঘোষণা করেন। জনসমুদ্রে পরিণত হয় এ বিক্ষোভ সমাবেশ।

তাদের কর্মসূচিকে ঘিরে রবিবার(৪ আগস্ট) ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সংঘাত-সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় এখন পর্যন্ত বহু হতাহতের খবর পাওয়া গেছে।