Date: May 14, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রংপুর / হাতীবান্ধায় গরু ছিনতাইয়ের মামলায় স্বেচ্ছাসেবক দলের নেতা গ্রেফতার - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

হাতীবান্ধায় গরু ছিনতাইয়ের মামলায় স্বেচ্ছাসেবক দলের নেতা গ্রেফতার

April 20, 2024 08:24:46 PM   উপজেলা প্রতিনিধি
হাতীবান্ধায় গরু ছিনতাইয়ের মামলায় স্বেচ্ছাসেবক দলের নেতা গ্রেফতার

হাতীবান্ধা সংবাদদাতা, লালমনিরহাট:
লালমনিরহাটের হাতীবান্ধায় ভোটমারী এলাকায় এক ব্যবসায়ীর গরু ছিনতাই করায় মামলায় স্বেচ্ছাসেবক দলের  যুগ্ন-আহবায়ক জাহিদ হাসান গ্রেফতার করা হয়েছে।

জানা গেছে, কিছুদিন আগে হাতীবান্ধার এক গরু ব্যবসায়ি লালমনিরহাটে বিক্রি  করার উদ্দেশ্যের  জন্য একটি পিকাপ গাড়িতে ৪ টি গরু নিয়ে  যাচ্ছিলেন। ওই গরুর গাড়িটি ভোটমারী এলাকায় পৌছিলে জাহিদ হাসানসহ কয়েকজন পরিকল্পিত ভাবে  ওই গরুর গাড়িটি আটক করে ৪টি গরু নিয়ে পালিয়ে যায় পরে গরুর মালিক বাদী হয়ে হাতীবান্ধা থানায় একটি ছিনতাই মামলা দায়ের করেন।

মামলার বাদী মন্টু মিয়া বলেন, কিছুদিন আগে আমার ৪টি গরু বিক্রি করার জন্য লালমনিরহাট নিয়ে যাওয়ার সময় ভোটমারী এলাকায় জাহিদ সহ কয়েকজন গরু গুলো ছিনতাই করে। গতকাল রাতে ভোটমারী এলাকা থেকে জাহিদ হাসানকে গ্রেফতার করে হাতীবান্ধা থানা পুলিশ। জাহিদ ডাউয়াবাড়ী ইউনিয়নের ভোটমারী এলাকার আবু বক্করের ছেলে।

এ বিষয়ে হাতীবান্ধা থানা অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম বলেন, একটি গরু ছিনতাই মামলার আসামী হওয়ায় জাহিদকে গ্রেফতার করা হয়েছে।