Posts by জেলা প্রতিনিধি:
গত দুইদিন ধরে চলা সমস্ত ষড়যন্ত্র, মিথ্যা প্রোপাগাণ্ডা, বাধা উপেক্ষা করে ঝিনাইদহে হেযবুত তওহীদের সফল কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। বছরের শুরুতেই জেলা কমিটিগুলোকে শক্তিশালী করার লক্ষ্যে দেশের বিভিন্ন জেলা সফর করার কর্মসূচি নিয়েছেন হেযবুত তওহীদের এমাম। এরই ধারাবাহিকতায় গতকাল ঝিনাইদহে হেযবুত তওহীদের কর্মীসভার আয়োজন করা হয়। তবে বরিশাল ও নরসিংদীর মত ঝিনাইদহেও নানা অপপ্রচার ও অপতৎপরতা চালিয়েছে চরমোনাই গোষ্ঠী
২০১২ সালের ৭ জানুয়ারী আনুমানিক সন্ধ্যা ৬ টায় হেযবুত তওহীদের দুইজন নারী কর্মী মোসা. ডলি খাতুন এবং তার বোন মোসা. সাধীনা বেগম ও তার ৩ বছর বয়সের কন্যা শিশু সুরভী খাতুন সহ বাজার করার উদ্দেশ্যে রাজশাহী জেলার পুঠীয়া থানাধীন বানিশ্বর বাজারে জান।