2024-04-19মোহাম্মদ আসাদ আলী
যেহেতু নামাজের উদ্দেশ্য ভুলে যাওয়া হয়েছে, কাজেই বর্তমানের নামাজ আর খালিদ, দেরার, মুসান্নার (রা.) মতো বীর যোদ্ধা তৈরি করতে পারছে না। মুসলিম উম্মাহ সহজেই শত্রুর কাছে পরাজিত হচ্ছে, গোলামি করছে। এখন পুনরায় মুসলিম উম্মাহকে নামাজের প্রকৃত উদ্দেশ্য বুঝতে হবে এবং নামাজের শিক্ষার বাস্তব প্রয়োগ ঘটিয়ে একজন ইমামের নেতৃত্বে ঐক্যবদ্ধ হতে হবে ও সংগ্রামে অবতীর্ণ হতে হবে।
View more
2024-04-19মোহাম্মদ আসাদ আলী
গত ছয় মাসে ইসরাইলী বাহিনীর হামলায় ফিলিস্তিনের প্রায় ৩৩ হাজার মুসলমান প্রাণ হারিয়েছে, যাদের অধিকাংশই নারী ও শিশু। এছাড়াও ইসরাইলী বিমান হামলায় পুরোপুরি ধ্বংস হয়ে গেছে গাজা উপত্যকা। একটি বিধ্বস্ত মসজিদের পাশে জুমার সালাত আদায় করছেন ফিলিস্তিনিরা।ছবি: আনাদোলু এজেন্সি।
View more
2024-04-19রিয়াদুল হাসান
ইসলাম সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে উঠে মানুষের বাস্তব সমস্যার সমাধান প্রদান করে। সারা মাস বহু ধরনের দান- সদকা, যাকাত, ফেতরা, কাফফারা, ইফতার, ফিদিয়া, হাদিয়া প্রদানের পর ঈদের সবাই সবার সঙ্গে একাত্ম হয়ে যাওয়া, অতীতের সব গ্লানি, ক্লেদ আত্মার গভীর স্তর থেকে ধুয়ে ফেলে, বুকে বুক মিলিয়ে হৃদয়ে ভ্রাতৃত্বের অনুভূতিকে নিবীড় করার মধ্যেই ঈদের মূল তাৎপর্য নিহিত রয়েছে।
View more