Date: April 30, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সাহিত্য / ভাষা ও সাহিত্য কল্যাণ পরিষদের মাসিক সাহিত্য সভা অনুষ্ঠিত - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

ভাষা ও সাহিত্য কল্যাণ পরিষদের মাসিক সাহিত্য সভা অনুষ্ঠিত

May 16, 2024 08:21:17 PM   নিজস্ব প্রতিনিধি
ভাষা ও সাহিত্য কল্যাণ পরিষদের মাসিক সাহিত্য সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:
ভাষা ও সাহিত্য কল্যাণ পরিষদের (ভাসাকপ) মাসিক সাহিত্য সভা ও কবিতা পাঠের আসর অনুষ্ঠিত হয়েছে।

গত ১১ মে শনিবার বিকেল ৫টায় পরিষদের ধানমণ্ডির নতুন অফিসে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এরআগে নতুন অফিসের উদ্বোধন করেন গুণী কথাসাহিত্যিক দিলারা মেসবাহ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভাসাকপের উপদেষ্টা কবি নাসির আহমেদ। স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাবেক সচিব ও ভাসাকপের সম্মানিত উপদেষ্টা সৈয়দ মুজিবুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন ভাসাকপের উপদেষ্টা কবি ও কথাসাহিত্যিক শাওন আসগর। অনুষ্ঠানের প্রথম অংশে সভাপতিত্ব করেন ভাসাকপের উপদেষ্টা, কবি ও প্রাবন্ধিক আসাদুল্লাহ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা ও কবি নাহিদ রোকসানা, ভাসাকপের উপদেষ্টা ব্যাংকার ও মানবাধিকার সংগঠক জাকির হোসেন খান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গুণী চিত্রশিল্পী জাহেদ রবিন খান। অনুষ্ঠানে আলোচকগণ সাহিত্য ও সংগঠন সমাজের জন্য কল্যাণকর কিনা তা নিয়ে আলোচনা ও স্বরচিত কবিতা পাঠ করেন।

অনুষ্ঠানের মাঝে ভাসাকপের সহ-সভাপতি ও জীবন সদস্য মুক্তাগাছার সৌখিন সাহিত্য কন্যা কবি রাজিয়া সুলতানার জন্মদিনের কেক কাটা হয় ও তাঁকে ভাসাকপের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এছাড়াও অনুষ্ঠানের সভাপতি সৈয়দ মুজিবুল হককেও নতুন অফিসের সুব্যবস্থা এবং হজ্জ্ব গমনের জন্য ফুলেল শুভেচ্ছায় অভিনন্দন জানানো হয়।

আড্ডায় গুণী সংগীত শিল্পী ইমেরুল বাবু সাহিত্য সভার মাঝে সংগীত পরিবেশন করে সভা ও সাহিত্য আড্ডায় বৈচিত্র্য নিয়ে আসেন। অনুষ্ঠান আরো উপস্থিত ছিলেন লেখক ও আবৃত্তি শিল্পী মুনা চৌধুরী, কবি ও সংগঠক বাপ্পী সাহা, কবি ইভা সাহা, লেখক, শিক্ষক ও আবৃত্তি শিল্পী রাজা রাকিব, আবৃত্তিশিল্পী অনিন্দিতা অনি ও সংগঠক সমাজকর্মী মাশরুর রহমান।

আয়োজন ও সভা পরিচালনায় সার্বিক সহযোগিতা করেন ভাসাকপ প্রতিষ্ঠাতা সভাপতি রাজিয়া রহমান।