
আমার দেহ, আমার সিদ্ধান্ত’ -এই স্লোগানকে ব্যক্তিতান্ত্রিক উগ্রতার প্রকাশ আখ্যা দিয়েছেন বিশিষ্ট চিন্তাবিদ ও লেখক ফরহাদ মজহার। তিনি বলেন, ‘আমরা ইচ্ছেমতো নিজের শরীর নিয়ে যা খুশি করতে পারি না। আত্মহত্যা তো কারও ব্যক্তিগত সিদ্ধান্ত হতে পারে না। তাহলে এই স্লোগান আসলে সমাজ ও নৈতিকতা অস্বীকারের নামান্তর। এটা নারীর ক্ষমতায়নের নামে একটি পশ্চিমা ফর্মুলা চাপিয়ে দেওয়ার চক্রান্ত।’
গতকাল ২১ মে বুধবার জাতীয় প্রেস ক্লাবের মানিক মিয়া হলে গণশক্তি সভা আয়োজিত ‘নারীর ন্যায্যতা ও নারী সংস্কার কমিশন’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে ফরহাদ মজহার বলেন, ‘আমরা ইচ্ছেমতো নিজের শরীর নিয়ে সিদ্ধান্ত নিতে পারি না। আমার দেহ, আমার সিদ্ধান্ত স্লোগানটি শুনতে যতটা মুক্তির কথা বলে, আদতে তা সমাজবিচ্ছিন্ন এক উগ্র ব্যক্তিতান্ত্রিক চিন্তার প্রতিফলন।
সভায় আপন শিশু বিকাশ ফাউন্ডেশন এর চেয়ারম্যান ও মনোবিজ্ঞানী ডাক্তার সুলতানা রাজিয়া বলেন নারী প্রকৃতিগতভাবেই স্রষ্টা কর্তৃক মর্যাদা সম্পন্ন, সম্মান প্রাপ্ত, এর জন্য আন্দোলনে নামার লাগেনা। নারীর অধিকার প্রতিষ্ঠা করতে হলে নারী পুরুষ উভয়েরই মনস্তাত্ত্বিক পরিবর্তন আনতে হবে।
জাতীয় প্রেস ক্লাবের মানিক মিয়া হলে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক দেশেরপত্রের সম্পাদক রুফায়দাহ পন্নী, গণশক্তি সভার সভাপতি সাংবাদিক সাদেক রহমানের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- মানবাধিকার কর্মী শারমিন সুলতানা চৈতি, কর্নেল (অব.) হাসিনুর রহমান বীর প্রতীক, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি মো. শহিদুল ইসলাম, মেজর (অব.) রেজাউল হান্নান শাহীন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের প্রফেসর ড. শামীমা তাসনীমসহ আরও অনেকে।