Date: May 07, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / জাতীয় / আর্জেন্টিনা-ব্রাজিল নিয়ে কথা কাটাকাটি: ছুরিকাঘাতে ব্রাজিল সমর্থক নিহত - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

আর্জেন্টিনা-ব্রাজিল নিয়ে কথা কাটাকাটি: ছুরিকাঘাতে ব্রাজিল সমর্থক নিহত

December 10, 2022 04:39:50 PM  
আর্জেন্টিনা-ব্রাজিল নিয়ে কথা কাটাকাটি: ছুরিকাঘাতে ব্রাজিল সমর্থক নিহত

বাগেরহাটের মোড়লগঞ্জ উপজেলায় বিশ্বকাপ ফুটবলের ব্রাজিল-ক্রোয়েশিয়া ম্যাচ চলাকালে আর্জেন্টিনার এক সমর্থকের ছুরিকাঘাতে টুটুল হাওলাদার (১৪) নামে ব্রাজিলের এক সমর্থক নিহত হয়েছেন।

ঘটনাটি ঘটেছে মোড়লগঞ্জ উপজেলার নিশান বাড়িয়া ইউনিয়নের গুলিসাখালি গ্রামে শুক্রবার (০৯ ডিসেম্বর) রাত সাড়ে দশটার দিকে। নিহত ব্রাজিল সমর্থক টুটুল হাওলাদার গুলিসাখালি গ্রামের আব্দুল বারেক হাওলাদারের ছেলে।

মোড়লগঞ্জ থানা পুলিশ জানায়, বিশ্বকাপ ফুটবলে শুক্রবার রাতে ব্রাজিল-ক্রোয়েশিয়ার ম্যাচ চলাকালে উপজেলার মিশনবাড়িয়া ইউনিয়নের মুসাখালী গ্রামে আর্জেন্টিনার এক সমর্থকের সাথে ব্রাজিল সমর্থক টুটুল হাওলাদারের কথা কাটাকাটি হয়।

এক পর্যায়ে রাত সাড়ে দশটার দিকে আর্জেন্টিনার ওই সমর্থক টুটুল হাওলাদারকে ছুরিকাঘাত করে। ছুরিকাঘাতে টুটুল হাওলাদার গুরুতর আহত হলে তাকে দ্রুত মোড়লগঞ্জ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এই ঘটনার খবর পেয়ে রাত দেড়টার দিকে পুলিশ মোড়লগঞ্জ হাসপাতালে গিয়ে নিহত টুটুল হাওলাদারের লাশ থানায় নিয়ে আসে। এই মৃত্যুর ঘটনার পর অপ্রীতিকর ঘটনা এড়াতে গুলিষাখালি এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

মোড়লগঞ্জ উপজেলা হাসপাতালের চিকিৎসক রায়হানা ফেরদৌসী জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই টুটুল হাওলাদারের ক্ষতস্থান থেকে অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।

এরও আগে গত ৬ ডিসেম্বর ভোলায় বিশ্বকাপ ফুটবল খেলাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে মো. হৃদয় (২২) নামে আর্জেন্টিনার এক সমর্থক নিহত হন। এতে আহত হন বেশ কয়েকজন। এদিন রাতে জেলার সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের চেউয়া খালি গ্রামে ঘটনাটি ঘটে। নিহত হৃদয় ওই গ্রামের দিনমজুর ইব্রাহিম খলিলের ছেলে। দুই ভাইয়ের মধ্যে হৃদয় বড়।