Date: May 10, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / শিক্ষাঙ্গন / আ.লীগ নিষিদ্ধের দাবিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্...

আ.লীগ নিষিদ্ধের দাবিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

May 09, 2025 07:57:26 PM   অনলাইন ডেস্ক
আ.লীগ নিষিদ্ধের দাবিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

কুবি সংবাদদাতা: কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) ক্যাম্পাসে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে সাধারণ শিক্ষার্থীরা। শুক্রবার (৯ মে) জুমার নামাজের পর কেন্দ্রীয় মসজিদ থেকে মিছিলটি শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে গিয়ে শেষ হয়। মিছিলে অংশ নেওয়া শিক্ষার্থীরা সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে একাধিক স্লোগান দেন।

বিক্ষোভকারীরা 'স্বৈরাচার নিষিদ্ধ করতে হবে', 'ফাঁসি চাই শেখ হাসিনার', 'একটা একটা লীগ ধর, ধইরা ধইরা জেলে ভর', 'হাসিনা কেন ভারতে, ইন্টেরিম জবাব চাই', 'হামিদ কেন বিদেশে, জবাব চাই', 'আওয়ামী লীগের দালালেরা হুঁশিয়ার', 'মুজিববাদ মূর্তাবাদ, ইনকিলাব জিন্দাবাদ', 'লড়াই করে বাঁচতে চাই' -এমন নানা স্লোগানে ক্যাম্পাস প্রকম্পিত করে তোলেন।

মার্কেটিং বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী পাভেল রানা বলেন, “বারবার আমাদের কেন রাস্তায় নামতে হবে? কেন আমাদের আন্দোলন করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে? হাজারো মানুষের আর্তনাদ কি অন্তর্বর্তীকালীন সরকারের কানে পৌঁছায় না? শুধু ছাত্রলীগ-যুবলীগ নিষিদ্ধ করলে হবে না, মানবাধিকার লঙ্ঘনকারী আওয়ামী লীগকেও নিষিদ্ধ করতে হবে।”

ইনকিলাব মঞ্চ কুবি শাখার আহ্বায়ক হান্নান রাহিম বলেন, “বিপ্লব কোনো নিয়ম মেনে হয় না, জুলাইয়ে যে বিপ্লব হয়েছে তা নিয়ম মেনে হয়নি। আমরা এখানে স্পষ্টভাবে বলতে চাই, কোনো 'কিন্তু' ছাড়া আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারকে বলছি, আপনারা বসে আছেন কীসের জন্য? আমরা চাই আওয়ামী লীগের বিচার হোক, এবং তাদের নিষিদ্ধ ঘোষণা করা হোক।”

শাখা ছাত্রশিবিরের সভাপতি ইউসুফ ইসলাহী বলেন, “দুই সহস্রাধিক শহিদের রক্তের বিনিময়ে এই অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। তারপরও নয় মাসে তারা কোনো বিচার করতে পারছে না। আমাদের ভাইয়েরা পঙ্গু হয়ে হাসপাতালের বেডে পড়ে আছে, আর সরকার চুপ। আমরা দ্রুত আওয়ামী লীগ নিষিদ্ধ এবং জুলাই বিপ্লবের ঘোষণাপত্র দেখতে চাই।”