Date: May 10, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / শিক্ষাঙ্গন / জাবিতে আ.লীগ নিষিদ্ধের দাবিতে মধ্যরাতে শিক্ষার্থীদের বিক্ষোভ ও সড়ক অবরোধ - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রক...

জাবিতে আ.লীগ নিষিদ্ধের দাবিতে মধ্যরাতে শিক্ষার্থীদের বিক্ষোভ ও সড়ক অবরোধ

May 09, 2025 08:06:23 PM   অনলাইন ডেস্ক
জাবিতে আ.লীগ নিষিদ্ধের দাবিতে মধ্যরাতে শিক্ষার্থীদের বিক্ষোভ ও সড়ক অবরোধ

আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে মধ্যরাতে বিক্ষোভ মিছিল ও ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (৮ মে) দিবাগত রাত পৌনে বারোটার দিকে বিশ্ববিদ্যালয়ের বটতলা এলাকায় শিক্ষার্থীরা জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন।

সেখান থেকে একটি মিছিল কেন্দ্রীয় শহীদ মিনার প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে গিয়ে মহাসড়কে অবস্থান নেয়। শিক্ষার্থীরা প্রায় ৩০ মিনিট সড়ক অবরোধ করে রাখেন, এতে দুই পাশেই যান চলাচলে বিঘ্ন ঘটে। রাত ১টা ১৫ মিনিটে শিক্ষার্থীরা অবরোধ প্রত্যাহার করেন।

অবরোধ চলাকালে শিক্ষার্থীরা "আওয়ামী লীগ নিষিদ্ধ করো, করতে হবে", "আমার ভাই কবরে, খুনি কেনো বাহিরে"—ইত্যাদি স্লোগান দিতে থাকেন।

জাবি শাখা ছাত্রশিবিরের অফিস সম্পাদক মাজহারুল ইসলাম বলেন, “যে আওয়ামী লীগ গুলি চালিয়ে আমাদের ভাইদের হত্যা করেছে, শিশুদের রক্ষা করেনি, মা-বোনদের ওপর বর্বর হামলা চালিয়েছে, তাদের এই দেশে রাজনীতি করার কোনো অধিকার নেই। অবিলম্বে এ দলটিকে নিষিদ্ধ করতে হবে।”

গণঅভ্যুত্থান রক্ষা আন্দোলনের আহ্বায়ক আব্দুর রশিদ জিতু হুঁশিয়ারি দিয়ে বলেন, “আওয়ামী লীগকে পুনর্বাসনের কোনো চেষ্টা আমরা সফল হতে দেবো না। আমরা ‘জুলাইয়ের যোদ্ধা’। প্রয়োজনে জীবন দেবো, তবু তাদের আর রাজনীতি করতে দেবো না।”

জাবি শাখা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আরিফুজ্জামান উজ্জ্বল বলেন, “৫ আগস্টেই ছাত্র-জনতা রায় দিয়েছে—আওয়ামী লীগের রাজনীতি এ দেশে আর চলবে না। অন্তর্বর্তীকালীন সরকারকে ‘জুলাই আকাঙ্ক্ষা’ বাস্তবায়ন করে তাদের নিষিদ্ধ করতে হবে।”