
কাউনিয়া প্রতিনিধি, রংপুর:
রংপুরের কাউনিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৩ (অনুর্ধ্ব-১৭ বালক) চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে বালাপাড়া ইউনিয়ন। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে এবং ক্রীড়া পরিদপ্তরের সহযোগিতায় উপজেলা পর্যায়ে এ টুর্নামেন্ট আয়োজন করেছে উপজেলা ক্রীড়া সংস্থা ও উপজেলা প্রশাসন।
গত বুধবার বিকেলে কাউনিয়া মোফাজ্জল হোসেন সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথি ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম মায়া।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মহিদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ওসি তদন্ত ফরহাদ হোসেন মন্ডল, বালাপাড়া ইউপি চেয়ারম্যান আনছার আলী, কুর্শা ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তবারক আলী, উপজেলা আ.লীগের সহ-সভাপতি সাইফুল ইসলাম সেলিম, যুগ্ন সম্পাদক শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জমশের আলী, আ.লীগ নেতা হাবিবুর রহমান হাবিব, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ন সম্পাদক সুশান্ত সরকার প্রমূখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন- উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আশরাফুল আলম। উপজেলার ৬ ইউনিয়ন ও হারাগাছ পৌরসভাসহ ৭টি দল পর্যায়ক্রমে এ টুর্নামেন্টে অংশ নেয়। ফাইনাল খেলায় গেলবারের চ্যাম্পিয়ন কুর্শা ইউনিয়নকে ২-০ গোলের ব্যবধানে পরাজিত করে বালাপাড়া ইউনিয়ন অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। পরে টুর্নামেন্ট সেরা খেলোয়ার হিসেবে সম্মাননা ক্রেষ্ট এবং চ্যাম্পিয়ন-রানার্সআপ দলের খেলোয়ারদের মাঝে মেডেল ও ট্রফি তুলে দেন অতিথিবৃন্দ।