
কুবি সংবাদদাতা:
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত ‘ভাষা দিবস বিতর্ক প্রতিযোগিতা-২০২৫’-এ চ্যাম্পিয়ন হয়েছে প্রত্নতত্ত্ব বিভাগ। প্রতিযোগিতায় বিরোধী দল গণিত বিভাগকে ২-১ ব্যালটে হারিয়ে বিজয়ী হয় তারা।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে তিনটায় ব্যবসায় শিক্ষা অনুষদের কনফারেন্স রুমে বিতর্ক প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়। কুবি ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের উদ্যোগে এবং ডিবেটিং সোসাইটির সহায়তায় আয়োজিত এই প্রতিযোগিতায় সভাপতিত্ব করেন ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মোঃ আবদুল্লাহ আল মাহবুব এবং সঞ্চালনা করেন ডিবেটিং সোসাইটির সাধারণ সম্পাদক মো. মুহসিন জামিল।
বিতর্ক প্রতিযোগিতার বিষয় ছিল “এই সংসদ, উচ্চশিক্ষায় বাংলা ভাষার প্রচলনের ধারণাকে সমর্থন করে না।” প্রতিযোগিতায় প্রত্নতত্ত্ব বিভাগ চ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি ‘ডিবেটর অব দ্যা ফাইনাল’ হন প্রত্নতত্ত্ব বিভাগের শিক্ষার্থী মোফাজ্জল হোসেন মোজাহিদ এবং ‘ডিবেটর অব দ্যা টুর্নামেন্ট’ হন অর্থনীতি বিভাগের শিক্ষার্থী নাজমুস সাকিব।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ হায়দার আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মাসুদা কামাল, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ড. মোহাম্মদ সোহরাব উদ্দিন এবং বিজয়-২৪ হলের প্রভোস্ট ড. মোহাম্মদ মাহমুদুল হাসান খান।
বিচারকের দায়িত্ব পালন করেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির সাবেক সভাপতি আল নাঈম এবং কুমিল্লা ডিবেট ফেডারেশনের সভাপতি ইশতিয়াক আহমেদ।
উপাচার্য অধ্যাপক ড. মোঃ হায়দার আলী বলেন, আজকের বিতর্ক প্রতিযোগিতায় ভাষার চ্যালেঞ্জ নিয়ে যুক্তিপূর্ণ আলোচনা হয়েছে। তবে বর্তমান যুগ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI)-এর যুগ, যেখানে ভাষা আর বড় বাধা নয়। প্রযুক্তির উন্নতির ফলে আজ একজন ব্যক্তি বিশ্বের যেকোনো ভাষাভাষী মানুষের সঙ্গে সহজেই যোগাযোগ করতে পারে। তাই শিক্ষার্থীদেরও বর্তমান বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যেতে হবে এবং প্রযুক্তির এই সম্ভাবনাকে কাজে লাগাতে হবে।
তিনি আরও বলেন, মাদক থেকে মুক্ত থাকার জন্য খেলাধুলার পাশাপাশি বিতর্কও অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিতর্ক কেবল যুক্তিবাদী মন গড়ে তোলে না, বরং চিন্তার স্বাধীনতাকে বিকশিত করে, যা তরুণদের সঠিক পথে পরিচালিত করতে সহায়তা করে।
কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান বলেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের বিতর্কের মতো কো-কারিকুলার কার্যক্রমের সঙ্গে যুক্ত করা গেলে তারা দেশ ও জাতিকে সঠিক পথে পরিচালিত করতে পারবে।
ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মোঃ আবদুল্লাহ আল মাহবুব জানান, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো ২৪টি দল নিয়ে বড় পরিসরে এই বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ভবিষ্যতে কুমিল্লা শহরের সব শিক্ষাপ্রতিষ্ঠানকে অন্তর্ভুক্ত করে আরও বৃহৎ পরিসরে প্রতিযোগিতা আয়োজনের পরিকল্পনা রয়েছে।
প্রতিযোগিতার সমাপ্তি ঘোষণা করা হয় বিজয়ীদের অভিনন্দন ও ভবিষ্যতে আরও বড় পরিসরে আয়োজনের আশ্বাসের মাধ্যমে।