Date: May 08, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / শিক্ষাঙ্গন / কুবিতে মাদক সেবনরত অবস্থায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ আটক তিন - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

কুবিতে মাদক সেবনরত অবস্থায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ আটক তিন

February 24, 2025 06:58:35 PM   অনলাইন ডেস্ক
কুবিতে মাদক সেবনরত অবস্থায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ আটক তিন

কুবি প্রতিনিধি:
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) কেন্দ্রীয় মাঠ থেকে মাদক সেবনরত অবস্থায় বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীসহ তিনজনকে আটক করেছে প্রক্টোরিয়াল বডি।

রবিবার (২৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে কেন্দ্রীয় খেলার মাঠ থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাইদ উদ্দীন আহমেদ ও তাকভীর আল মাহমুদ। এছাড়া তাদের সঙ্গে মো. হাসিবুল হোসেন নামে এক বহিরাগতকেও আটক করা হয়। হাসিবুল নিজেকে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের তৃতীয় বর্ষের শিক্ষার্থী হিসেবে পরিচয় দিয়েছেন।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল বডি হাসিবুলকে দোকানের মালিকের জিম্মায় ছেড়ে দেয়। এছাড়া ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের দুই ছাত্রকে বিভাগের ছাত্র পরামর্শক সাইদুল আল-আমিন এবং সহযোগী অধ্যাপক মোহাম্মদ মাকসুদল করীমের হেফাজতে দেওয়া হয়।

ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ মাকসুদল করীম বলেন, "বিষয়টি অ্যাকাডেমিক কাউন্সিলে আলোচনা করে বিভাগ থেকে ব্যবস্থা নেওয়া হবে। মাদকের বিষয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয় জিরো টলারেন্স নীতিতে রয়েছে। খুব শীঘ্রই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।"

এ বিষয়ে ভারপ্রাপ্ত প্রক্টর ড. নাহিদা বেগম বলেন, "আমরা মাদকমুক্ত ক্যাম্পাস চাই। এজন্য যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। ইনশাআল্লাহ, আমাদের কাজ অব্যাহত থাকবে।"