Date: May 14, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রংপুর / গোবিন্দগঞ্জে শ্যালো ইঞ্জিনের গরম পানিতে মাছ ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকা...

গোবিন্দগঞ্জে শ্যালো ইঞ্জিনের গরম পানিতে মাছ ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু

May 13, 2025 09:14:53 PM   উপজেলা প্রতিনিধি
গোবিন্দগঞ্জে শ্যালো ইঞ্জিনের গরম পানিতে মাছ ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার পৌর এলাকার গাইবান্ধা মোড়ে মাছের গাড়ি উলটে শ্যালো ইঞ্জিনের গরম পানিতে ঝলসে অমল দাস (৪৫) নামে এক মাছ ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত অমল দাস পৌর এলাকার ববনপুর এলাকার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানান, অমল দাস পাশের এলাকার একটি পুকুর থেকে মাছ কিনে ফিরছিলেন। গাইবান্ধা মোড়ে পৌঁছানোর পর হঠাৎ করে মাছ বহনকারী গাড়িটি উলটে যায়। এ সময় গাড়ির উপর স্থাপিত শ্যালো ইঞ্জিন থেকে ছিটকে পড়া গরম পানিতে তার মুখ ও চোখের অধিকাংশ অংশ পুড়ে যায়।

স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তিনি মৃত্যুবরণ করেন।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল আহমেদ মাছ ব্যবসায়ী অমল দাসের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।