Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / জাতীয় / জাতিসংঘ মানবাধিকার হাইকমিশনার ভলকার তুর্ক ঢাকায় - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

জাতিসংঘ মানবাধিকার হাইকমিশনার ভলকার তুর্ক ঢাকায়

October 29, 2024 11:01:46 AM   অনলাইন ডেস্ক
জাতিসংঘ মানবাধিকার হাইকমিশনার ভলকার তুর্ক ঢাকায়

জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক মঙ্গলবার (২৯ অক্টোবর) দুদিনের সফরে বাংলাদেশে এসেছেন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে তাকে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের জাতিসংঘ অনুবিভাগের মহাপরিচালক তৌফিক হাসান।

সফরকালে তুর্ক বাংলাদেশের ঊর্ধ্বতন কর্মকর্তা, নাগরিক সমাজের প্রতিনিধিসহ কয়েকটি গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেবেন। তার কর্মসূচির মধ্যে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, বিভিন্ন মন্ত্রণালয়ের উপদেষ্টা, প্রধান বিচারপতি, সেনাপ্রধান ও সংস্কার কমিশনের প্রধানদের সঙ্গে সাক্ষাৎ অন্তর্ভুক্ত রয়েছে।

এছাড়া তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি ভাষণ দেবেন এবং সাম্প্রতিক প্রতিবাদ আন্দোলনের সঙ্গে জড়িত শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করবেন। সফরের অংশ হিসেবে জাতিসংঘের সংস্থা ও কূটনৈতিক মিশনের সদস্যদের সঙ্গেও বৈঠক করবেন।

সফর শেষে আগামী ৩০ অক্টোবর বিকেল সাড়ে ৫টায় ঢাকায় সংবাদ সম্মেলন করবেন ভলকার তুর্ক।