
একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) পরিবার।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) রাত ১২টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে উপাচার্য অধ্যাপক কামরুল আহসানের নেতৃত্বে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে আনুষ্ঠানিকতা শুরু হয়। এরপর উপাচার্যসহ অন্যান্য প্রশাসনিক ও একাডেমিক সদস্যরা পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এম মাহফুজুর রহমান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সোহেল আহমেদ, কোষাধ্যক্ষ ড. আব্দুর রবসহ বিভিন্ন অনুষদের ডীন ও শিক্ষকবৃন্দ।
পর্যায়ক্রমে বিশ্ববিদ্যালয় মহিলা ক্লাব, শিক্ষক সমিতি, অফিসার সমিতি, কর্মচারী সমিতি, কর্মচারী ইউনিয়ন, আশুলিয়া থানা পুলিশ, ইন্ডাস্ট্রিয়াল পুলিশসহ বিভিন্ন হল, বিভাগ, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন এবং রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।
শ্রদ্ধা নিবেদনের পুরো সময়জুড়ে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পর্যাপ্ত আলোর ব্যবস্থা করে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম, জাবি রোভার স্কাউট এবং বিএনসিসি নিরলসভাবে শৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করতে দেখা যায়।