
পাটগ্রাম সংবাদদাতা, লালমনিরহাট:
লালমনিরহাটের পাটগ্রামে বাংলাদেশ ছাত্রলীগের দহগ্রাম ইউনিয়ন শাখার আয়োজনে বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।শনিবার বিকাল ৩টায় দহগ্রাম ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি শাহাদাৎ হোসাইনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- পাটগ্রাম উপজেলার আওয়ামী লীগের সভাপতি বাবু পূর্ণ চন্দ্র রায়।
উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন- পাটগ্রাম উপজেলার ছাত্র লীগ সভাপতি আব্দুল্লাহ আল মামুন শুভ।
বিশেষ অতিথি ছিলেন, পাটগ্রাম উপজেলার ছাত্র লীগের সাধারণ সম্পাদক নাজমুল হোসাইন নীরব, দহগ্রাম ইউনিয়ন ছাত্র লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফিরোজসহ পাটগ্রাম উপজেলা ও দহগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতা-কর্মী গণ।
এসময় প্রধান অতিথি বাবু পূর্ণ চন্দ্র রায় ছাত্রলীগকে আওয়ামী লীগের ভ্যানগার্ড হিসেবে কাজ করাসহ আগামী জাতীয় সংসদ নির্বাচনে জয় লাভের প্রত্যাশায় উৎসাহিত করে বিভিন্ন দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন।